১৬ জুন থেকে সারা দেশে লাগু পেট্রোলের নয়া দাম ব্যবস্থা
দেশে পেট্রোলের নয়া দাম ব্যবস্থা লাগু হচ্ছে ১৬ জুন থেকে। পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলির পক্ষ থেকে আজ একথা জানা হয়েছে। যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। সারা দেশেই চালু হবে নতুন এই দাম ব্যবস্থা।
ওয়েব ডেস্ক : দেশে পেট্রোলের নয়া দাম ব্যবস্থা লাগু হচ্ছে ১৬ জুন থেকে। পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলির পক্ষ থেকে আজ একথা জানা হয়েছে। যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। সারা দেশেই চালু হবে নতুন এই দাম ব্যবস্থা।
নতুন ব্যবস্থায় দাম নির্ধারণের জন্য তেল কোম্পানিগুলিকে আর ১৫ দিন অপেক্ষা করতে হবে না। তার বদলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিনই নির্ধারণ করা হবে পেট্রোল ও ডিজেলের দাম। প্রতিদিনের মাপকাঠিতে দাম নির্ধারণ হওয়ার ফলে, ক্ষতির পরিমাণ অনেকটা আটকানো যাবে বলে মনে করছে তেল কোম্পানিগুলি।
১ মে থেকে উদয়পুর, জামসেদপুর, পুদুচেরি. চণ্ডীগড় ও বিশাখাপাটনমে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তাতে সাড়া মেলার পরই এবার সারা দেশে এই ব্যবস্থা চালুর পথে হাঁটল তেল কোম্পানিগুলি।