চলছে দিল্লি পুরভোট

দিল্লি পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। আরও উন্নতমানের পুর পরিষেবা দেওয়ার লক্ষ্যে দিল্লি পুরসভাকে পূর্ব, উত্তর ও দক্ষিণ-- এই ৩ ভাগে ভাগ করা হয়েছে।

Updated By: Apr 15, 2012, 11:27 AM IST

দিল্লি পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। আরও উন্নতমানের পুর পরিষেবা দেওয়ার লক্ষ্যে দিল্লি পুরসভাকে পূর্ব, উত্তর ও দক্ষিণ-- এই ৩ ভাগে ভাগ করা হয়েছে।
৩টি পুরসভারই নির্বাচন একইসঙ্গে হচ্ছে। ৩টি পুরসভার ২৭২টি ওয়ার্ডে ২,৪২৩ জন প্রার্থীর এদিন ভাগ্য নির্ধারণ হবে। বৈধ ভোটদাতার মোট সংখ্যা প্রায় ১ কোটি ১৫ লক্ষ। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১৩৮। মঙ্গলবার ভোটগণনা। অবিভক্ত দিল্লি পুরবোর্ডে বিজেপি কাউন্সিলরের সংখ্যা ১৬৪। কংগ্রেসের ৬৭ ও বিএসপির ১৭ জন কাউন্সিলর রয়েছেন।
২০১৩-এ বিধানসভা ভোটের আগে দিল্লিতে এটাই শেষ নির্বাচনী প্রক্রিয়া। তাই বিধানসভা ভোটের আগে পুরভোটের ফল থেকে রাজধানীর ভোটারদের মর্জি অনেকটাই আন্দাজ করা যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

.