সহপাঠীদের হাতে গণধর্ষণের শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, গ্রেফতার ৫

ফের গণধর্ষণের অভিযোগ। তাও আবার রাজধানী দিল্লিতেই। এবার গণধর্ষণের শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ঘটনায় তাঁর দুই সহপাঠী সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Updated By: Feb 26, 2017, 01:37 PM IST
সহপাঠীদের হাতে গণধর্ষণের শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, গ্রেফতার ৫

ওয়েব ডেস্ক : ফের গণধর্ষণের অভিযোগ। তাও আবার রাজধানী দিল্লিতেই। এবার গণধর্ষণের শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ঘটনায় তাঁর দুই সহপাঠী সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

পুলিস জানিয়েছে গত ৩ ফেব্রুয়ারি নির্যাতিতা তরুণীর দুই বন্ধু গৌরব ও সানি তাঁকে ফরিদাবাদে একটি পার্টিতে নিয়ে যায়। পার্টি শেষে বাড়ি ফেরার নামে তারা তাকে অপর এক বন্ধু রোহতাসের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তারা তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। মোট ৬ জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে পুলিসকে জানিয়েছে ওই তরুণী।

আরও পড়ুন- 'ABVP-কে ভয় পাই না', ভাইরাল কার্গিল শহিদের মেয়ের গর্জন

অন্যদিকে পুলিস সূত্রে খবর, ঘটনার কথা পুলিসকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। ভয়ে এতদিন তাই তিনি কিছু জানাতে পারেননি। অবশেষে দিন কয়েক আগে পরিবারের সদস্যদের সাহাজ্য নিয়ে পুলিসকে গোটা বিষয়টি জানালে তদন্তে নামে দিল্লি পুলিস। গ্রেফতার করা হয় পাঁচজনকে। অপরজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

.