রামজন্মভূমি সেমিনার ঘিরে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রামজন্মভূমি সেমিনার ঘিরে বিক্ষোভে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ সেমিনার শুরু দিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। অরুন্ধতী বশিষ্ঠ অনুসন্ধান পীঠের আয়োজিত ওই সেমিনারের প্রধান বক্তা সুব্রহ্মণ্যম স্বামী।  অশোক সিংঘাল প্রতিষ্ঠিত ওই সংগঠনের সেমিনার ঘিরে গত কদিন থেকেই উত্তপ্ত রাজধানীর শিক্ষামহল। শিক্ষাক্ষেত্রে গৈরিকিকরণের অভিযোগে শুক্রবারও বিক্ষোভ দেখায় আএসা, এসএফআই সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। বিক্ষোভে যোগ দেয় আম আদমি পার্টির ছাত্র-যুব সংঘর্ষ মঞ্চও।

Updated By: Jan 9, 2016, 01:07 PM IST
রামজন্মভূমি সেমিনার ঘিরে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ওয়েব ডেস্ক: রামজন্মভূমি সেমিনার ঘিরে বিক্ষোভে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ সেমিনার শুরু দিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। অরুন্ধতী বশিষ্ঠ অনুসন্ধান পীঠের আয়োজিত ওই সেমিনারের প্রধান বক্তা সুব্রহ্মণ্যম স্বামী।  অশোক সিংঘাল প্রতিষ্ঠিত ওই সংগঠনের সেমিনার ঘিরে গত কদিন থেকেই উত্তপ্ত রাজধানীর শিক্ষামহল। শিক্ষাক্ষেত্রে গৈরিকিকরণের অভিযোগে শুক্রবারও বিক্ষোভ দেখায় আএসা, এসএফআই সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। বিক্ষোভে যোগ দেয় আম আদমি পার্টির ছাত্র-যুব সংঘর্ষ মঞ্চও।

তবে এভিএপির তরফ থেকে জানানো হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ে হওয়া ওই সেমিনারে যুক্তিসম্মত এবং বৈজ্ঞানিক ভাবেই আলোচনা চলছিল। সেখানে কোনও বিশেষ ব্যক্তি বা ধর্মকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। 

.