'আম্মা'র দলে গোষ্ঠী রাজনীতি

সবেমাত্র চোখ বুজলেন 'আম্মা'। আর এর মধ্যেই তাঁর দল এআইডিএমকের মধ্যে গোষ্ঠী রাজনীতির মেঘ। আম্মা হাসপাতালে থাকাকালীনই অ্যাপেলো হাসপাতালে কার্যত তৈরি হয়েছিল তিনটি শক্তি কেন্দ্র। আর এই তিনটি শক্তি কেন্দ্র নিয়েই আপাতত দলীয় স্তরে জলঘোলা হচ্ছে বিস্তর।

Updated By: Dec 6, 2016, 02:29 PM IST
'আম্মা'র দলে গোষ্ঠী রাজনীতি

ওয়েব ডেস্ক: সবেমাত্র চোখ বুজলেন 'আম্মা'। আর এর মধ্যেই তাঁর দল এআইডিএমকের মধ্যে গোষ্ঠী রাজনীতির মেঘ। আম্মা হাসপাতালে থাকাকালীনই অ্যাপেলো হাসপাতালে কার্যত তৈরি হয়েছিল তিনটি শক্তি কেন্দ্র। আর এই তিনটি শক্তি কেন্দ্র নিয়েই আপাতত দলীয় স্তরে জলঘোলা হচ্ছে বিস্তর।

আরও পড়ুন- 'আম্মা'র শেষকৃত্যে নিজে না গেলেও দূত পাঠাচ্ছেন 'দিদি'

এক দিকে আম্মার উত্তরসুরি পান্নিরসেলভম, আরেক দিকে আম্মার সঙ্গিনী তথা বান্ধবী শশীকলা নটরাজন এবং তৃতীয় পক্ষ আম্মার উপদেষ্টা শীলা বালাকৃষ্ণন। আপাতত পান্নিরসেলভম মুখ্যমন্ত্রী হলেও বাকি দুই গোষ্ঠীও চুপচাপ বসে নেই। দলের মধ্যে অনেকে ইতিউতি বলেন যে, জয়ললিতার সঙ্গে শশীকলার বন্ধুত্ব বিচ্ছেদের পর্বে নাকি কলকাঠি নেড়েছিলেন পান্নিরসেলভমই। যদিও এই দাবি কখনই প্রকাশ্যে কেউ করেন না। এখন দেখার 'আম্মা' পরবর্তী অধ্যায়ে কোন খাতে বয় তামিল রাজনীতি। অখণ্ড কী থাকবে আম্মার দল- নীরব প্রশ্ন সবার চোখেই।        

আরও পড়ুন- আম্মার মৃত্যু নিয়ে রাজনীতি? কেজরির টুইট নিয়ে হৈ হট্টগোল     

.