ডিজিটাল ইন্ডিয়ার স্পর্শ এবার ছোট মাঝারি শিল্পেও

ডিজিটাল ইন্ডিয়ার স্পর্শ এবার ছোট মাঝারি শিল্পেও। কম বেতনের শ্রমিকদেরও ক্যাশলেস পেমেন্ট দিতে হবে। এমনই পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। সেই লক্ষ্যে বদল হবে আইনেরও। নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সওয়াল করছেন নগদহীন লেনদেনের পক্ষেই। নগদহীন লেনদেনের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বাড়াতে রেল টিকিট থেকে পেট্রোল পাম্প, বিমা--একাধিক ক্ষেত্রে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এবার কম বেতনের শ্রমিকদেরও ক্যাশলেস মানসিকতায় গড়ে তুলতে চায় কেন্দ্র। এতদিন তাঁরা পেতেন নগদে বেতন।  

Updated By: Dec 12, 2016, 09:34 PM IST
ডিজিটাল ইন্ডিয়ার স্পর্শ এবার ছোট মাঝারি শিল্পেও

ওয়েব ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার স্পর্শ এবার ছোট মাঝারি শিল্পেও। কম বেতনের শ্রমিকদেরও ক্যাশলেস পেমেন্ট দিতে হবে। এমনই পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। সেই লক্ষ্যে বদল হবে আইনেরও। নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সওয়াল করছেন নগদহীন লেনদেনের পক্ষেই। নগদহীন লেনদেনের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বাড়াতে রেল টিকিট থেকে পেট্রোল পাম্প, বিমা--একাধিক ক্ষেত্রে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এবার কম বেতনের শ্রমিকদেরও ক্যাশলেস মানসিকতায় গড়ে তুলতে চায় কেন্দ্র। এতদিন তাঁরা পেতেন নগদে বেতন।  

আরও পড়ুন বিরাট এবার প্রশংসা পেলেন আরও মারকুটে ব্যাটসম্যানের থেকে!

নয়া ব্যবস্থায় শ্রমিকদের বেতন চেকের মাধ্যমে বা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেলে দেওয়া হবে। যে সমস্ত শ্রমিকদের বেতন ১৮ হাজার টাকার নীচে, তাঁদেরও ক্যাশলেস বেতনের আওতায় আনা হবে। সূত্রের খবর, জন ধন যোজনা আসার পর বেশিরভাগ শ্রমজীবী মানুষেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তাই এই নয়া ব্যবস্থা চালু করতে খুব একটা বেগ পেতে হবে না। সরকারের ধারণা, নয়া ব্যবস্থা চালু হলে স্বচ্ছতা বাড়বে, বেতন না পাওয়া নিয়ে শ্রমিকদের ক্ষোভও অনেকটাই কমে যাবে। তবে শ্রমজীবী মানুষের জন্য ক্যাশলেস বেতনের ব্যবস্থা আজ ভাবলেই কাল চালু করা যাবে না। এ জন্য প্রয়োজনীয় আইনের বদল আনতে হবে। সেই লক্ষ্যে আইনে বদল আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

আরও পড়ুন  ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পুরস্কার পেতে চলেছেন অশ্বিন

.