বুদ্ধগয়ার বিস্ফোরণে মোদীর হাত দেখছেন দিগ্বিজয়

"নরেন্দ্র মোদীর বিহার যাত্রা পরদিনই বুদ্ধগয়ায় বিস্ফোরণ হল.. তাহলে কি মোদী... "। না এটুকু ইঙ্গিত দিয়ে আর কিছু বলতে চাননি কংগ্রেসের শীর্ষ নেতা কংগ্রেসের সাধারণ সম্পাদক। কিন্তু এই কথাতেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে। বিতর্কিত এই কংগ্রেস নেতা বুদ্ঘয়ার বিস্ফোরণের কারণ বলতে গিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, বিজেপি নেতা অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন অযোধ্যায় রামমন্দির হবে। মোদী আবার বিহারে তাঁর দলীয় কর্মীদের বলেছিলেন নীতীশকে শিক্ষা দিতে।

Updated By: Jul 8, 2013, 03:20 PM IST

বুদ্ধগয়ার বিস্ফোরণের পিছনে নরেন্দ্র মোদীর জড়িত থাকার পরোক্ষ অভিযোগ তুললেন কংগ্রেসের বর্ষীয়াণ নেতা দিগ্বিজয় সিং।
"নরেন্দ্র মোদীর বিহার যাত্রা পরদিনই বুদ্ধগয়ায় বিস্ফোরণ হল.. তাহলে কি মোদী... "। না এটুকু ইঙ্গিত দিয়ে আর কিছু বলতে চাননি কংগ্রেসের শীর্ষ নেতা কংগ্রেসের সাধারণ সম্পাদক। কিন্তু এই কথাতেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে। বিতর্কিত এই কংগ্রেস নেতা বুদ্ঘয়ার বিস্ফোরণের কারণ বলতে গিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, বিজেপি নেতা অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন অযোধ্যায় রামমন্দির হবে। মোদী আবার বিহারে তাঁর দলীয় কর্মীদের বলেছিলেন নীতীশকে শিক্ষা দিতে।
এর পরের টুইটে আক্রমণ আরও তুঙ্গে তুলে দিগ্বিজয় লেখেন, "শিক্ষা দিতে বলার পরদিনই বিহারের বড় বিস্ফোরণ হল, এই দুটো ঘটনার মধ্যে কি কোনও যোগাযোগ আছে! এনআইএ-কে তদন্ত সম্পর্ণ করতে দিন দেখা যাক কী হয়...।"
এতেই থেমে থাকেননি দিগ্বিজয়। সঙ্গে বলেছেন, এখন আমাদের উচিত ধর্মবিভেদ ভুলে এক হওয়া। কিন্তু বিজেপি-সঙ্ঘ পরিবার দেশে ধর্ম সম্প্রদায়ের তাস ব্যবহার করতে চায়। এখন থেকে তাই সব অবিজেপি শাসিত রাজ্যগুলোকে সাবধান থাকা উচিত।

.