ব্যাঙ্কই পৌঁছে যাবে গ্রাহকের দরজায়, শুরু হল ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা

আপাতত নন ফাইনানশিয়াল ক্ষেত্রের কাজকর্ম দিয়ে শুরু হচ্ছে। গ্রাহকদের বাড়িতে যাবেন ব্যাঙ্কের প্রতিনিধিরা

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 14, 2020, 05:38 PM IST
ব্যাঙ্কই পৌঁছে যাবে গ্রাহকের দরজায়, শুরু হল ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দেশের ১২টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের যৌথ উদ্যোগে শুরু হল ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা। দেশের ১০০টি জায়গায় আপাতত ওই সুযোগ পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন-মৃত দেহের হদিস নেই মেডিক্যালে, কোয়ারেন্টিন থেকে বেরিয়ে হন্যে হয়ে ঘুরছে পরিবার

ইতিমধ্যেই ওই পরিষেবার সূচনা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপাতত নন ফাইনানশিয়াল ক্ষেত্রের কাজকর্ম দিয়ে শুরু হচ্ছে। গ্রাহকদের বাড়িতে যাবেন ব্যাঙ্কের প্রতিনিধিরা।

কারা পাবেন ওই সুবিধে

সবাইকেই দেওয়া হবে ওই সুযোগ, বিশেষকরে সিনিয়র সিটিজেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, প্রতিরক্ষা বিভাগে যাঁরা কাজ করেন তারা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন-বাদল অধিবেশনের শুরুতেই করোনা পজিটিভ ১৭ সাংসদ, বেশিরভাগই বিজেপির

কী কী সুবিধে পাওয়া যাবে

ঘরে বসেই পাওয়া যাবে চেক, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, নতুন চেক বুক রিক্যুজেশন স্লিপ, ১৫জি ফরম, ১৫এইচ ফরম, আয়কর-জিএসটি চালান, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, টার্ম ডিপোজিট রিসিপ্ট, অ্যাকনলেজমেন্ট, টিডিএস সার্টিফিকেট, ফর্ম ১৬ সার্টিফিকেট।

এই পরিষেবার সূচনা করে নির্মলা সীতারমন বলেন, অর্থনীতিকে টেনে তুলতে ব্যাঙ্ক এখন থেকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যেসব জায়গায় ব্যাঙ্কের সুবিধা নেই সেখানে ব্যাঙ্কই গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

.