ভূমি থেকে আকাশে উত্ক্ষেপণ যোগ্য Akash-NG missile-র সফল পরীক্ষা করল DRDO

DRDO-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সবকটি ক্ষেত্রেই তার ক্ষমতা প্রমাণ করেছে আকাশ এনজি মিসাইল

Updated By: Jan 25, 2021, 06:54 PM IST
ভূমি থেকে আকাশে উত্ক্ষেপণ যোগ্য Akash-NG missile-র সফল পরীক্ষা করল DRDO

নিজস্ব প্রতিবেদন: লাদাখ উত্তেজনা এখনও কমেনি। এর মধ্যে গত কয়েক মাসে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে ভারত। এবার সেই তালিকায় যোগ হল আকাশ মিসাইলের একটি নতুন সংস্করণের।

সোমবার সকালে ওড়়িশা উপকূল থেকে এটির পরীক্ষামূলক উত্ক্ষেপণ করা হয়।

আরও পড়ুন-নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আমায় টিজ করেছে: Mamata

ওড়িশার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ভূমি থেকে আকাশে উত্ক্ষেপণ যোগ্য Akash-NG(New Generation) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল DRDO। ভারতীয় বায়ুসেনার(IAF) হাতে থাকবে ওই আধুনিক ক্ষেপণাস্ত্র। আকাশে কোনও কোনও শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে সহজেই ঘায়েল করবে উন্নততর এই আকাশ মিসাইল।

আরও পড়ুন-সমঝোতার হাত বাড়াল CPM, Left-Congress-র সঙ্গে 'সেক্যুলার' আব্বাস সিদ্দিকি?

DRDO-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সবকটি ক্ষেত্রেই তার ক্ষমতা প্রমাণ করেছে আকাশ এনজি মিসাইল।

সম্প্রতি আকাশ মিসাইল প্রতিবেশী বন্ধু দেশগুলিকে সরবারহ করার সম্মতি দিয়েছে কেন্দ্র। তার পরেই Akash-NG মিসাইলের পরীক্ষা করা হল।

.