পেট্রোলের দাম বৃদ্ধিতে মাঠে নষ্ট হচ্ছে আলু! অভিযোগ উত্তরপ্রদেশে চাষিদের
পেট্রোল-ডি়জেলের দাম বৃদ্ধির জেরে আলু মজুত রাখতেও পিছ-পা হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। এক পাইকারি ব্যবসায়ীর কথায়, ধারাবাহিকভাবে বেড়ে চলেছে জ্বালানির দাম
নিজস্ব প্রতিবেদন: পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে দাম বাড়ছে আলুরও। উত্তর প্রদেশের চাষিদের অভিযোগ, এক নাগাড়ে ডিজেলের দাম বাড়ায় তাদের থেকে আলু কিনতে অনীহা দেখাচ্ছেন খুচরো বিক্রেতারা। চাষিদের কাছ থেকে আলু কেনার সময় পরিবহন খরচ বাবদ বস্তা পিছু ২০ টাকা দিতে হত। এখন বস্তা পিছু ২৫ টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন চাষিরা।
আরও পড়ুন- ভুল করে কমে গেছে তেলের দাম, জানিয়ে ভর দুপুরে ফের দামি হল পেট্রোল - ডিজেল
পেট্রোল-ডি়জেলের দাম বৃদ্ধির জেরে আলু মজুত রাখতেও পিছ-পা হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। এক পাইকারি ব্যবসায়ীর কথায়, ধারাবাহিকভাবে বেড়ে চলেছে জ্বালানির দাম। যার ফলে চাষিদের থেকে আলু কেউ কিনছেন না। মাঠেই পচছে আলু। মোরাদাবাদের এক চাষি আক্ষেপের সুরে জানান, পাঁচ দিন হল এখনও পর্যন্ত কেউ আলু কিনতে আসেনি।
আরও পড়ুন- ‘অর্থ’ কুমারস্বামীর হাতেই, অন্যান্য মন্ত্রক নিয়ে নাছোড় কংগ্রেস!
উল্লেখ্য, গত ১৬ দিনে লাগাতার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। বুধবার সকালে পেট্রোলের দাম লিটারপিছু ৬০ পয়সা কমানোর কথা জানালেও বাস্তবে মাত্র এক পয়সা দাম কমিয়েছে তেল সংস্থাগুলি। এই মুহূর্তে কলকাতায় পেট্রোলের দাম লিটারপিছু ৮১.০৫ টাকা এবং ডিজেল ৭১.৮৫ টাকা।
আরও পড়ুন- শিকাগোয় বিশ্ব হিন্দু সম্মেলনে রঘুরাম রাজনকে আমন্ত্রণ জানাল সংঘ পরিবার
উত্তরপ্রদেশের মতো আলুর দর-বৃদ্ধি অব্যহত পশ্চিমবঙ্গেও। আলুর দাম তড়তড়িয়ে বাড়ায় নাভিশ্বাস উঠেছে আমবাঙালির। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পৌষ মাসে বৃষ্টি হওয়ায় আলুর ফলন কম হয়েছে। পাশাপাশি হিমঘরগুলি বন্ধ থাকার কারণে মহার্ঘ হচ্ছে আলু। তবে, দাম নিয়ন্ত্রণ করতে তত্পর হয়েছে প্রশাসন।