জোড়া ভূমিকম্প পশ্চিম ভারতে

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল। শনিবার সকালে প্রথম ভূমিকম্পটি হয় ৮টা ৫৩ মিনিটে গুজরাতের কচ্ছের রানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এই কম্পনটির উত্‍সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিমি গভীরে।

Updated By: Apr 14, 2012, 03:34 PM IST

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল। শনিবার সকালে প্রথম ভূমিকম্পটি হয় ৮টা ৫৩ মিনিটে গুজরাতের কচ্ছের রানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এই কম্পনটির এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিমি গভীরে।
এরপর বেলা ১০টা ৫৭ মিনিটে মুম্বই, পুণে সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় দ্বিতীয় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার নীচে এই কম্পনের উত্সস্থল ছিল মহারাষ্ট্রের সাতারা। কম্পন অনুভূত হয় কর্নাটকের বেলগামেও। তবে হতাহতের কোনও খবর নেই।

.