আজ পবিত্র ইদুজ্জোহা

পবিত্র ইদুজ্জোহা আজ। গত রোববার পবিত্র হজ সম্পন্ন হয়েছে। আজ পবিত্র ইদুজ্জোহার দিনে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি দেন। প্রায় চার হাজার বছর আগে ঈশ্বরের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম নিজের ছেলেকেই কোরবানি দিতে উদ্যোগী হয়েছিলেন। এরপর পরিবর্তে দুম্বা কোরবানি হয়। সেই থেকেই আজকের এই পবিত্র দিনে পশু কোরবানির প্রচলন হয়। ইদ উপলক্ষ্যে আজ দেশজুড়ে ইদের জামাত করছেন সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা।

Updated By: Sep 13, 2016, 08:30 AM IST
আজ পবিত্র ইদুজ্জোহা

ওয়েব ডেস্ক: পবিত্র ইদুজ্জোহা আজ। গত রোববার পবিত্র হজ সম্পন্ন হয়েছে। আজ পবিত্র ইদুজ্জোহার দিনে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি দেন। প্রায় চার হাজার বছর আগে ঈশ্বরের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম নিজের ছেলেকেই কোরবানি দিতে উদ্যোগী হয়েছিলেন। এরপর পরিবর্তে দুম্বা কোরবানি হয়। সেই থেকেই আজকের এই পবিত্র দিনে পশু কোরবানির প্রচলন হয়। ইদ উপলক্ষ্যে আজ দেশজুড়ে ইদের জামাত করছেন সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা।

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!

আরও পড়ুন ক্যাশ অন ডেলিভারিতে জিনিস কিনেও এভাবে বিপদে পড়তে পারেন

আরও পড়ুন জানুন কেন আমাদের অবশ্যই তেঁতো খাওয়া উচিত্‌

.