হিমাচলপ্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

Updated By: Oct 12, 2017, 05:22 PM IST
হিমাচলপ্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

ওয়েব ডেস্ক: হিমাচলপ্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। ৯ নভেম্বর সে রাজ্যে ভোটগ্রহণ হতে চলেছে। ভোট গণনা ৯ ডিসেম্বর। নির্বাচন ও গণনার মাঝে একমাসের ব্যবধান রাখা হয়েছে। এর মাঝে গুজরাটেও নির্বাচন হবে।

শীতকালে হিমাচলপ্রদেশে নির্বাচন করতে চায়নি কমিশন।তবে সেই সিদ্ধান্ত পরে বদলায়। মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি জানিয়েছেন, গুজরাটে ভোটের নির্ঘণ্ট পরে ঘোষণা করা হবে। দুই রাজ্যেই একইসঙ্গে ভোটগণনা। হিমাচলপ্রদেশের ভোটের ফল যাতে গুজরাটে প্রভাব ফেলতে না পারে, সেজন্য এই সিদ্ধান্ত।

 

নির্বাচন কমিশনের ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হল হিমাচলপ্রদেশে। সে রাজ্যে বিধানসভার আসন সংখ্যা ৬৮। গুজরাটে ভোটের তারিখ কেন ঘোষণা করা হল না, সেনিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন, গুজরাতবাসীকে এবার চাঁদে জমি দেবেন মোদী, কটাক্ষ রাহুলের

.