আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার আইডি কার্ড! আইন মন্ত্রকে চিঠি নির্বাচন কমিশনের

এনিয়ে কমিশনের যুক্তি, আধারের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করালে কমবে ভুয়ো ভোটের সংখ্যা

Updated By: Aug 16, 2019, 01:17 PM IST
আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার আইডি কার্ড! আইন মন্ত্রকে চিঠি নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদন: প্যান কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যোগের পর এবার ভোটার আইডি কার্ডের সঙ্গেও আধার নম্বর যোগ করতে চায় নির্বাচন কমিশন। এনিয়ে কমিশন চিঠিও দিল আইন মন্ত্রকে। তাদের দাবি, আধারের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করালে কমবে ভুয়ো ভোটের সংখ্যা।

আরও পড়ুন-গল্ফ গার্ডেনে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা গাড়ির, গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে

বহুদিন ধরেই নির্বাচন কমিশনে দাবি ছিল ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার যোগ করা হোক। ২০১৬ সালে এ কে জ্যোতি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই দাবি আরও জোরাল হল। এখনও পর্যন্ত ৩২ কোটি আধার নম্বরের সঙ্গে ভোটার আইডি নম্বর লিঙ্ক করা হয়েছে।

আরও পড়ুন-'জয় শ্রী রাম' না বললে মিলবে না মদ, দক্ষিণেশ্বরে সংঘর্ষে মাথা ফাটল কাউন্সিলরের ছেলের

উল্লেখ্য, ২০১৫ সালের আধারের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিঙ্ক করানোর ব্যাপারে প্রথম নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকার ওপরে স্থগিদাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয়, কেন্দ্রের জনকল্যানমূলক প্রকল্প ও রেশন বিতরণ ছাড়া আর কিছুতেই আধার যোগ করানো বাধ্যতামূলক নয়। তবে ২০১৭ সালে নির্বাচন কমিশন ফের যায় শীর্ষ আদালতে। সেখানে বলা হয় আধারের সঙ্গে এপিক কার্ডের সঙ্গে আধার যোগ করার অনুমতি দেওয়া হোক।

.