বাড়ছে স্বাস্থ্য ও গাড়ি বিমার খরচ

কাল থেকে বাড়ছে আপনার স্বাস্থ্য বিমা ও গাড়ি বিমার খরচ। চার চাকা তো বটেই, বাড়ছে দু-চাকার বিমা প্রিমিয়ামও। আপনার গাড়ি যদি হাজার সিসি-র কম হয়, তা হলে বিমার খরচ একই থাকছে। তবে, হাজার সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির বিমা প্রিমিয়াম চল্লিশ শতাংশ বাড়ছে। টু-হুইলার পঁচাত্তর সিসি-র কম হলে বিমার খরচ বাড়ছে না। পঁচাত্তর থেকে দেড়শো সিসি পর্যন্ত টু হুইলারে বিমার খরচ বাড়ছে ষোলো শতাংশ। দেড়শো সিসি-র বেশি বাইকে চল্লিশ শতাংশ বাড়তি বিমা গুণতে হবে। 

Updated By: Mar 31, 2017, 11:46 PM IST
বাড়ছে স্বাস্থ্য ও গাড়ি বিমার খরচ

ওয়েব ডেস্ক: কাল থেকে বাড়ছে আপনার স্বাস্থ্য বিমা ও গাড়ি বিমার খরচ। চার চাকা তো বটেই, বাড়ছে দু-চাকার বিমা প্রিমিয়ামও। আপনার গাড়ি যদি হাজার সিসি-র কম হয়, তা হলে বিমার খরচ একই থাকছে। তবে, হাজার সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির বিমা প্রিমিয়াম চল্লিশ শতাংশ বাড়ছে। টু-হুইলার পঁচাত্তর সিসি-র কম হলে বিমার খরচ বাড়ছে না। পঁচাত্তর থেকে দেড়শো সিসি পর্যন্ত টু হুইলারে বিমার খরচ বাড়ছে ষোলো শতাংশ। দেড়শো সিসি-র বেশি বাইকে চল্লিশ শতাংশ বাড়তি বিমা গুণতে হবে। 

এদিকে, ওয়েব ডেস্ক: ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমিয়ে আনল কেন্দ্র। কোপ পড়ল পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও। আগামী ১ এপ্রিল, নতুন অর্থবর্ষ থেকেই এই নতুন নির্দেশিকা চালু হবে বলে জানিয়েছে কেন্দ্র। (আরও পড়ুন- গো-হত্যায় যাবজ্জীবন গুজরাটে)

.