ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি! ইসলামাবাদের আকাশে নাকি উড়ছে 'F-16 বিমান'
পাকিস্তান কী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? জল্পনা বাড়িয়ে দিয়েছে পাক সাংবাদিক হামিদ মীরের টুইট। গতকাল রাতে তিনি টুইট করেছেন, ইসলামাবাদের আকাশে উড়ছে এফ সিক্সটিন বিমান। এই টুইট করার পরই ফের টুইট করেন হামিদ মীর
![ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি! ইসলামাবাদের আকাশে নাকি উড়ছে 'F-16 বিমান' ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি! ইসলামাবাদের আকাশে নাকি উড়ছে 'F-16 বিমান'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/23/66565-jo.jpg)
ওয়েব ডেস্ক: পাকিস্তান কী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? জল্পনা বাড়িয়ে দিয়েছে পাক সাংবাদিক হামিদ মীরের টুইট। গতকাল রাতে তিনি টুইট করেছেন, ইসলামাবাদের আকাশে উড়ছে এফ সিক্সটিন বিমান। এই টুইট করার পরই ফের টুইট করেন হামিদ মীর। রাত দশটা কুড়ি নাগাদ নাকি হামিদ নিজে দেখেন ইসলামাবাদের আকাশে উড়ছে এফ সিক্সটিন বিমান।
F-16 planes flying at 10:20 pm over Islamabad
— Hamid Mir (@HamidMirGEO) September 22, 2016
জিও টিভির এই সাংবাদিক ফের লেখেন, 'উদ্বেগের কিছু নেই। পাক বাহিনী যে সদা সতর্ক ও লড়াইয়ের জন্য প্রস্তুত, ইসলামাবাদের সাধারণ মানুষকেই আশ্বস্থ করতেই এই উদ্যোগ।''
আরও পড়ুন- ফের জঙ্গি হানার আশঙ্কা মুম্বইয়ে, হাই অ্যালার্ট নৌবাহিনীতে
উরির সেনা ঘাঁটিতে হামলার পর ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তলানিতে। রোজই দুই পক্ষের মধ্যেই বাক যুদ্ধ চলছে। এমনকি রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে গলা চড়িয়েছেন। তারপরই পাক সাংবাদিকের এই টুইট রীতিমতো জল্পনা বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে।