মেয়ের গায়ে হাত তোলায় জামাইকে পিটিয়ে মেরে ফেললেন শ্বশুর

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বারাসগি গ্রামে এসেছিলেন গীতাঞ্জলি ও তাঁর স্বামী দয়নেশ্বর বামনে। হঠাত্ই স্বামী-স্ত্রীর ভিতর ঝগড়া শুরু হয়। এর মধ্যে গীতাঞ্জলিকে মারধর করতে শুরু করেন দয়নেশ্বর। মেয়েকে মারতে দেখে ক্ষেপে যান গীতাঞ্জলির বাবা অন্না শিন্দে। 

Updated By: Dec 8, 2018, 06:57 PM IST
মেয়ের গায়ে হাত তোলায় জামাইকে পিটিয়ে মেরে ফেললেন শ্বশুর

নিজস্ব প্রতিবেদন: গাঁয়ে গঞ্জে তো বটেই শহরাঞ্চলেও রোজ গার্হস্ত হিংসার শিকার হন হাজার হাজার মহিলা। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হলেও চাপের মুখে সব সহ্য করতে বাধ্য হন তাঁদের মা-বাবারা। চরম নির্যাতন সইতে না পেরে অনেক বধূই বেছে নেন চরম পথ। কিন্তু সবাই তো এক রকম হন না। অনেকে প্রতিরোধও গড়েন। সেই প্রতিরোধ আবার অনেক সময় হয়ে ওঠে ভয়াবহ। যেমন ঘটল মহারাষ্ট্রে। মেয়ের গায়ে হাত তোলায় জামাইকে পিটিয়ে মেরে ফেললেন শ্বশুর। 

জানা গিয়েছে, স্বামী তাকে মারধর করেছেন বলে বাবাকে জানিয়েছিলেন মেয়ে। এর পরই জামাইকে প্রথমে থামের সঙ্গে বাঁধেন শ্বশুর। তার পর শুরু হয় পেটানি। শ্বশুরের মারে এক সময় নেতিয়ে পড়েন জামাই। তার পর থামেন শ্বশুর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। 

এটা ভারতেই তো! রাজস্থানে মরুঝড় তুলল 'মেক ইন ইন্ডিয়া'র ইঞ্জিনবিহীন ট্রেন

স্থানীয় পুলিস আধিকারিক জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বারাসগি গ্রামে এসেছিলেন গীতাঞ্জলি ও তাঁর স্বামী দয়নেশ্বর বামনে। হঠাত্ই স্বামী-স্ত্রীর ভিতর ঝগড়া শুরু হয়। এর মধ্যে গীতাঞ্জলিকে মারধর করতে শুরু করেন দয়নেশ্বর। মেয়েকে মারতে দেখে ক্ষেপে যান গীতাঞ্জলির বাবা অন্না শিন্দে। 

এর পরই জামাই দয়নেশ্বরে পাকড়াও করেন অন্না। তাকে থামে বেঁধে লাথি-ঘুঁসি মারতে শুরু করেন। শ্বশুরের মার বেশিক্ষণ সহ্য করতে পারেননি যুবক। মারের চোটে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। স্বামীর মারে গুরুতর আহত হন গীতাঞ্জলিও তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।     

.