কে হবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? চূড়ান্ত হবে ১৮ মার্চ

কে হবেন উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী? দৌড়ে এগিয়ে রাজনাথ সিং। মুখ্যমন্ত্রী পদে আরও তিনটি নাম উঠে আসছে। এঁরা হলেন কেশব প্রতাপ মৌর্য, মহেশ শর্মা ও যোগী আদিত্যনাথ। তবে জল্পনা রাজনাথ সিংকে নিয়েই। কারণ, মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখে শুনে এসেছেন রাজনাথ সিংয়ের নিরাপত্তারক্ষীরা।

Updated By: Mar 16, 2017, 02:33 PM IST
কে হবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? চূড়ান্ত হবে ১৮ মার্চ

ওয়েব ডেস্ক : কে হবেন উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী? দৌড়ে এগিয়ে রাজনাথ সিং। মুখ্যমন্ত্রী পদে আরও তিনটি নাম উঠে আসছে। এঁরা হলেন কেশব প্রতাপ মৌর্য, মহেশ শর্মা ও যোগী আদিত্যনাথ। তবে জল্পনা রাজনাথ সিংকে নিয়েই। কারণ, মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখে শুনে এসেছেন রাজনাথ সিংয়ের নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন- ক্যামেরার সামনেই জেলাশাসককে বদলির হুমকি সপা নেতার!(দেখুন ভিডিও)

রাজনাথকে মুখ্যমন্ত্রী করলে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব কাকে দেওয়া যেতে পারে, তা নিয়েও সম্ভবত আলোচনা হয়েছে আজ BJP-র সংসদীয় বৈঠকে। তবে, সব কিছুই চূড়ান্ত হয়ে যাবে ১৮ মার্চের পর। ওই দিন BJP-র পরিষদীয় দলের বৈঠক। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের জন্য দু'জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে দল। এরা হলেন অনিল জৈন এবং কৈলাস বিজয়বর্গীয়।

.