ঠাণ্ডায় জবুথবু দিল্লি, দেরিতে চলছে ৩৭টি ট্রেন

শনিবারের সকালটায় হাড় কাঁপানো ঠাণ্ডা রাজধানী দিল্লিতে। ঘন কুয়াশায় ৩৭টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে দিল্লিতে। প্রভাব পড়েছে বিমান পরিষেবায়ও। এদিন রাজধানীর তাপমাত্রা ৪.৮ ডিগ্রিতে নেমে যায়।

Updated By: Dec 27, 2014, 02:41 PM IST
 ঠাণ্ডায় জবুথবু দিল্লি, দেরিতে চলছে ৩৭টি ট্রেন

নয়াদিল্লি: শনিবারের সকালটায় হাড় কাঁপানো ঠাণ্ডা রাজধানী দিল্লিতে। ঘন কুয়াশায় ৩৭টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে দিল্লিতে। প্রভাব পড়েছে বিমান পরিষেবায়ও। এদিন রাজধানীর তাপমাত্রা ৪.৮ ডিগ্রিতে নেমে যায়।

আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে দিনের আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু সকাল ৯টা ৩০ পর্যন্ত দৃশ্যমানতা ১০০০ মিটারের নিচে নেমে যায়। যার জেরেই ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। উত্তর রেলের এক আধিকারিক জানিয়েছেন, খারাপ আবহাওয়ার জন্য ৩৭টি ট্রেন দেরিতে চলছে। ৭টি ট্রেনের সময় বদল করতে হয়েছে। বাতিল করা হয়েছে ১টি ট্রেন।

নয়াদিল্লি থেকে অমৃতসর ও চণ্ডীগড় গামী দুটি বিমান ছাড়া সবকটি বিমানই নির্দ্ধারিত সময়ে রওনা হয়েছে।

 

.