এবার খাবারের মতোই হোম ডেলিভারি পেতে পারেন পেট্রোলেরও

পেট্রোল-ডিজেল পেতে হাপিত্যেশ হতে হয়। গাড়ির পিছনে গাড়ি। লম্বা লাইন। দিনের ব্যস্ত সময়ে। কাজের ক্ষতি। দীর্ঘ অপেক্ষা। সময় নষ্ট হয়। এসবের দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। আগাম বুকিং করালে পিত্জ্জায় ডেলিভারির মতোই, এবার হোম ডেলিভারি হয়ে যাবে পেট্রোল-ডিজেলও! অবাক হবেন না। এমনটাই ভাবছে পেট্রোলিয়াম মন্ত্রক।    

Updated By: Apr 22, 2017, 08:36 AM IST
এবার খাবারের মতোই হোম ডেলিভারি পেতে পারেন পেট্রোলেরও

ওয়েব ডেস্ক: পেট্রোল-ডিজেল পেতে হাপিত্যেশ হতে হয়। গাড়ির পিছনে গাড়ি। লম্বা লাইন। দিনের ব্যস্ত সময়ে। কাজের ক্ষতি। দীর্ঘ অপেক্ষা। সময় নষ্ট হয়। এসবের দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। আগাম বুকিং করালে পিত্জ্জায় ডেলিভারির মতোই, এবার হোম ডেলিভারি হয়ে যাবে পেট্রোল-ডিজেলও! অবাক হবেন না। এমনটাই ভাবছে পেট্রোলিয়াম মন্ত্রক।    

আরও পড়ুন জেনে নিন কীভাবে EPF-র সঙ্গে আপনার আধার নম্বর লিঙ্ক করবেন

আর এমনটা হলে কিন্তু লাভ বা সুবিধাও হবে সাধারণ মানুষের। আজকের দিনে তো প্রায় সবকিছুই চলে আসে হোম ডেলিভারি। বাড়িতে বসেই পেয়ে যাওয়া যায় প্রয়োজনের সব জিনিস। তাহলে কেন পোট্রোলও নয়? তাই এই বিষয়ে ভাবনা শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।

আরও পড়ুন  স্ত্রীর ভরণপোষণের জন্য স্বামীর আয়ের ২৫ শতাংশই যথেষ্ট!

.