বন্ধুর জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার বাঙালি তরুণী
গুরগাঁওয়ে বাঙালি তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৬জন নেপালি যুবকের বিরুদ্ধে। ৬ জনই নির্যাতিতার বন্ধু বলে খবর।
![বন্ধুর জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার বাঙালি তরুণী বন্ধুর জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার বাঙালি তরুণী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/17/43745-rape.jpg)
ওয়েব ডেস্ক: গুরগাঁওয়ে বাঙালি তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৬জন নেপালি যুবকের বিরুদ্ধে। ৬ জনই নির্যাতিতার বন্ধু বলে খবর।
বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে নেপাল থেকে দিল্লিতে আসে অভিযুক্তরা। সুত্রের খবর, নির্যাতিতা এবং তাঁর এক বান্ধবী ডিএলএফ সিটির গেস্ট হাউসে একজন অভিযুক্ত বন্ধুর সঙ্গে আসেন। পার্টিতেই মদ্যপ অবস্থায় ওই বাঙালি তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিস। গ্রেফতার করা হয়েছে ৬ জনকেই। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এরপর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর বয়ানও রেকর্ড করেছে পুলিস।