প্রকাশ্য দিবালোকে নৃশংস খুন, সাহায্যের বদলে লেন্সবন্দি করতে ব্যস্ত পথচলতি মানুষ!
প্রকাশ্য দিবালোকে নৃশংস খুন। অটো থেকে টেনে নামিয়ে ভরা রাস্তার ওপর কোপের পর কোপ। ১১ কোপে শেষ। পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখলেন। এগিয়ে এলেন না কেউ। উল্টে কেউ কেউ আবার গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত।
ওয়েব ডেস্ক : প্রকাশ্য দিবালোকে নৃশংস খুন। অটো থেকে টেনে নামিয়ে ভরা রাস্তার ওপর কোপের পর কোপ। ১১ কোপে শেষ। পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখলেন। এগিয়ে এলেন না কেউ। উল্টে কেউ কেউ আবার গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত।
অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার প্রোদাতুর শহরে ঘটল ঠিক এমনই বীভত্স ঘটনা। নিহতের নাম মারুতি রেড্ডি। জাম্মালামাদুগুর গ্রামের বাসিন্দা। সকাল ১০টায় একটি মামলায় সাক্ষ্য দিতে কোর্টে যাচ্ছিলেন। তাঁকে অনুসরণ করছিলেন শ্রীনিবাস রেড্ডি ও রঘুনাথ নামে তাঁরই পরিচিত দুই ব্যক্তি। কোর্ট থেকে কিছু দূরে মারুতিকে অটো থেকে টেনে নামিয়ে আচমকাই কোপাতে শুরু করে শ্রীনিবাস। শ্রীনিবাসকে সাহায্য করে রঘুনাথ। কাডাপার পুলিস সুপারের দাবি, হিংসার কারণেই খুন মারুতি।
আরও পড়ুন, স্ত্রীকে খুন করে থানায় 'মিসিং ডায়েরি' করল স্বামী!