হেলিকপ্টার চুক্তিতে ইতালিয় সংস্থার দুর্নীতি, তদন্তে সিবিআই

ইতালির সঙ্গে ভারত সরকারের হেলিকপ্টার চুক্তির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতালির প্রতিরক্ষা দফতরের আধিকারিকের বিরুদ্ধে ৪০০০ কোটি টাকার চুক্তিতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।

Updated By: Feb 12, 2013, 08:35 PM IST

ইতালির সঙ্গে ভারত সরকারের হেলিকপ্টার চুক্তির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতালির প্রতিরক্ষা দফতরের আধিকারিকের বিরুদ্ধে ৪০০০ কোটি টাকার চুক্তিতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।
এ দিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, বিভাগীয় তদন্তে ভিআইপি ১২ চপার কেনার চুক্তিতে কোনও বেনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। ফলত এখনই প্রধানমন্ত্রী সহ একাধিক প্রথম সারির নাগরিকদের ব্যবহৃত হেলকপ্টারগুলির উড়ান বাতিল করা হচ্ছে না। জানা গিয়েছে, ২০১০ সালে ইতালির ওই সংস্থার সঙ্গে হেলিকপ্টার চুক্তি হয়। ইতিমধ্যেই তিনটি চপার ভারতের হাতেও তুলে দিয়েছে সংস্থাটি।
ফিনমেকানিকা-র (Finmeccanica) সিইও গুইসেপে ওরসিকে (Giuseppe Orsi) আজ রোম থেকে গ্রেফতার করে সে দেশের পুলিস। গত এক মাস ধরে তাঁকে জেরা করা হচ্ছিল। ২০১০-এর হেলিকপ্টার চুক্তিতে কোনও দুর্নীতির কথা আগাগোড়াই অস্বীকার করেছেন অভিযুক্ত ওই আধিকারিক।
সংস্থাটির তরফে গত ফেব্রুয়ারিতে জারি করা একটি বিবৃতিতে ভারতকে হেলিকপ্টর বিক্রি করা নিয়ে কোনও দুর্নীতির কথা অস্বীকার করা হয়।

.