আহমেদ পটেলকে কেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে পাকিস্তান? প্রশ্ন প্রধানমন্ত্রীর
কংগ্রেস নেতাদের সঙ্গে পাক রাষ্ট্রদূত বৈঠকে বসেছিলেন বলে অভিযোগ নরেন্দ্র মোদীর। সেই প্রসঙ্গ তুলেই গুজরাটে নিশানা করলেন কংগ্রেসকে।
নিজস্ব প্রতিবেদন: গুজরাটের ভোটে নাক গলাচ্ছে পাকিস্তান। রবিবার ভোটপ্রচারে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি পাক সেনার প্রাক্তন ডিরেকটর জেনারেল আরশাদ রফিক গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে আহমেদ পটেলকে বসানোর দাবি করেছেন বলে খবর। সেই প্রসঙ্গ তুলেই পালানপুরের সভায় নরেন্দ্র মোদীর দাবি, ''প্রাক্তন পাক সেনা কর্তা গুজরাটের নির্বাচনে হস্তক্ষেপ করছেন। মণিশঙ্কর আইয়ারের বাড়িতে বৈঠকে বসছেন পাক রাষ্ট্রদূত।'''
প্রধানমন্ত্রীকে 'নীচ' বলায় বৃহস্পতিবার দল থেকে সাসপেন্ড হন মণিশঙ্কর আইয়ার। বিজেপির দাবি, বুধবার সন্ধেয় আইয়ারের বাড়িতে বৈঠকে বসেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট মনমোহন সিং, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও পাকিস্তানের রাষ্ট্রদূত সোহেল মাহমুদ। এদিন গুজরাটে মোদী বলেন, ''গুজরাটকে অপমান করেছেন মণিশঙ্কর আইয়ার। পাক রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে বৈঠক করছেন তিনি। এর কারণ কী? কেন আহমেদ পটেলকে মুখ্যমন্ত্রী পদে বসাতে সহযোগিতার কথা বলছেন পাক সেনা বাহিনীর প্রাক্তন কর্তারা?''
আরও পড়ুন- পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করেই কি 'নীচ' মন্তব্য মণিশঙ্করের? প্রশ্ন বিজেপির
The same Mani Shankar Aiyar, who insulted Gujarat, held secret meetings with Pakistan High Commissioner. What was the reason? Why are people who previously held high posts in military-intelligence establishment of Pak writing that we should help make Ahmed Patel the CM?: PM Modi pic.twitter.com/lc9G57NlKI
— ANI (@ANI) December 10, 2017
মোদীর সুরেই কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রচারে নেমে পড়েছেন অমিত শাহ। তিনি বলেন, ''বিদেশমন্ত্রককে না জানিয়েই মণিশঙ্কর আইয়ার, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন পাক রাষ্ট্রদূত। এর পিছনে উদ্দেশ্য কী?''
Pakistan's Envoy, Former PM Manmohan Singh and Former VP Hamid Ansari had a meeting with Mani Shankar Aiyar. Right before Gujarat election, without informing MEA conducting a meeting with Pak envoy... I don't know what message does it convey: Amit Shah in Gandhinagar pic.twitter.com/DemZFvE7KY
— ANI (@ANI) December 10, 2017
সুরাটের সংখ্যালঘু মহল্লায় দিন কয়েক আগে আহমেদ পটেলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে পোস্টার পড়েছিল। কংগ্রেস জানায়, মেরুকরণের উদ্দেশ্যে পোস্টারটি সাঁটিয়েছে বিজেপি। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দেয় গেরুয়া শিবির।