মোদীর ভাগ্যপরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত

গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচনি কমিশনর ভি এস সম্পথ। ডিসেম্বরের ১৩ ও ১৭ তারিখ দু`দফায় গুজরাটে নির্বাচন হবে বলে জানিয়েছেন সম্পথ। অন্যদিকে, ৪ নভেম্বর নির্বাচন হবে হিমাচলে । প্রসঙ্গত, গুজরাট সরকারের কার্যসীমা শেষ হচ্ছে ২০১৩-র ১৭ জানুয়ারি, ওদিকে হিমাচল সরকারের কার্যকালের শেষ দিন ১০ জানুয়ারি।

Updated By: Oct 3, 2012, 05:59 PM IST

গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচনি কমিশনর ভি এস সম্পথ। ডিসেম্বরের ১৩ ও ১৭ তারিখ দু`দফায় গুজরাটে নির্বাচন হবে বলে জানিয়েছেন সম্পথ। অন্যদিকে, ৪ নভেম্বর নির্বাচন হবে হিমাচলে । প্রসঙ্গত, গুজরাট সরকারের কার্যসীমা শেষ হচ্ছে ২০১৩-র ১৭ জানুয়ারি, ওদিকে হিমাচল সরকারের কার্যকালের শেষ দিন ১০ জানুয়ারি।
এবারে গুজরাটের ১৮২টি বিধানসভা আসনে নির্বাচন হবে, যার মধ্যে ১৩ টি আসন তপশীলি জাতি ও ২৭ টি আসন তপশীলি উপজাতিদের জন্য সংরক্ষিত করা হয়েছে। বর্তমানে হিমাচলে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। হিমাচলের ৬৮ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৭ ও ৩ টি আসন যথাক্রমে তপশীলি জাতি ও তপশীলি উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। মুখ্য নির্বাচনি আধিকারিক জানিয়েছেন ২০ ডিসেম্বর দুই রাজ্যেই ভোট গণনা হবে।

.