দাম বাড়ল ডিজেলের

সাধারণ মানুষের কোনও সুবিধার হয়নি বাজেট। প্রায় সমস্ত প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির পর এমনটাই মন্তব্য সাধারণ মানুষের। গাড়ি থেকে তামাকজাত দ্রব্য, সব প্রয়োজনীয় জিনিসের ওপরেই মূল্য বৃদ্ধির ট্যাগ লাগিয়ে গিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দামও।

Updated By: Feb 29, 2016, 08:46 PM IST
দাম বাড়ল ডিজেলের

ওয়েব ডেস্ক: সাধারণ মানুষের কোনও সুবিধার হয়নি বাজেট। প্রায় সমস্ত প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির পর এমনটাই মন্তব্য সাধারণ মানুষের। গাড়ি থেকে তামাকজাত দ্রব্য, সব প্রয়োজনীয় জিনিসের ওপরেই মূল্য বৃদ্ধির ট্যাগ লাগিয়ে গিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দামও।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে তাল মিলিয়ে পেট্রোলের দাম লিটারে তিন টাকা দুপয়সা কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কিন্তু ডিজেলের দাম বাড়ানে হল লিটারপিছু এক টাকা সাতচল্লিশ। আজ মাঝরাত থেকেই কার্যকর হবে এই দাম। এই নিয়ে গত এক মাসে পেট্রোলের দাম কমল দুবার। একইভাবে ডিজেলের দাম বাড়ানো হল দুবার।

.