কর ফাঁকি দিয়ে দেশে রমরমিয়ে চলছে গেমিং অ্যাপ! কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি?

অনেক অ্যাপই দেশের বাইরে থেকে কাজ করছে। এমনকি কর ফাঁকির সঙ্গেও যুক্ত এই অ্যাপগুলি, এমনই অভিযোগ। ইতিমধ্যেই রাজস্ব বিভাগ এই ধরনের Offshore অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ করার MeITY-এর সঙ্গে আলোচনায় বসেছে। 

Updated By: Oct 27, 2022, 07:42 PM IST
কর ফাঁকি দিয়ে দেশে রমরমিয়ে চলছে গেমিং অ্যাপ! কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি?
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ক্রিকেট মরসুমে টিভি সেটে চোখ রাখে না এমন ভারতীয় পাওউয়া দুষ্কর। আইপিএল, এশিয়া কাপ এবং বর্তমানে টি২০ বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এখন চরমে। ক্রিকেটকে যারা চিরকাল ভাবিয়ে তোলে তা টিভি নয়, সেটি হল অনলাইন বেটিং এবং অনলাইন গেমিং অ্যাপ। হামেশাই এইসব অ্যাপের বিজ্ঞাপন আমাদের প্রিয় ক্রিকেটার এবং অভিনেতাদের দিয়ে তৈরি করা হয়। ওয়াকিবহাল মহলের মত বিশ্বাসযোগ্যতা আনতেই এই পন্থা নেন সংস্থাগুলি। ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ছাড়াও ইদানিং বিলবোর্ডে এই ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। যা নিয়ে সতর্কতা জারি হচ্ছে।

আরও পড়ুন, গোটা রেলস্টেশনটাই উড়িয়ে দেওয়ার ছক, গুনে গুনে ব্যাগে মিলল ১৮ ডিটোনেটর!

জানা যাচ্ছে এগুলির মধ্যে অনেক অ্যাপই দেশের বাইরে থেকে কাজ করছে। এমনকি কর ফাঁকির সঙ্গেও যুক্ত এই অ্যাপগুলি, এমনই অভিযোগ। ইতিমধ্যেই রাজস্ব বিভাগ এই ধরনের Offshore অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ করার MeITY-এর সঙ্গে আলোচনায় বসেছে। Parimatch, DafaBet, Betway, 22 Bet এবং 1xBet সহ একাধিক অ্যাপের তালিকাও প্রকাশ করেছে তাঁরা। এই অ্যাপগুলি কীভাবে কাজ করছে, কর ফাঁকিও কীভাবে দিচ্ছে সেদিকে কড়া নজর রাখছে রাজস্ব দফতর, ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই অ্যাপগুলিকে তাঁদের পর্যবেক্ষণে রেখেছে বলে সূত্রের খবর। যত শীঘ্র সম্ভব ভারতে এই অ্যাপের ক্র্যাকডাউন প্রক্রিয়া শুরু করা হবে।

ভারতের অনলাইন গেমিং বাজারের মূল্য প্রায় আনুমানিক ২ বিলিয়ন ডলার। বর্তমানে জিএসটি নিয়মের আওতায় 'গেমস অফ চান্স' (বাজি বা জুয়া) এবং 'গেম অফ স্কিল' যদিও দুটি ভিন্ন মাধ্যম। 'গেম অফ স্কিল'- এর মধ্যে যে গেমিং পড়ে তার ওপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। অন্যদিকে 'গেমস অফ চান্স' এ জিএসটি ২৮ শতাংশ। ফলে রাজস্ব দফতর ধরে নিয়েছিল এই গেমিং অ্যাপ থেকে প্রায় ৪০ থেকে ৫০ কোটি ডলার আয় হবে। কিন্তু গোলযোগ সেখানেই। এই পরিমাণ টাকার ন্যূনতম মূল্যও জমা পড়েনি সরকারি কোষাগারে।

ওয়াকিবহাল মহলের মতে এই গেমিং অ্যাপগুলি যেভাবে কর ফাঁকি দিচ্ছে এর ফলে দেশের অর্থনীতিও প্রভাবিত হচ্ছে। Dafabet, Betway, Bet365, Parimatch, Fairplay এবং 1xbet কয়েক হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে চলেছে বলে অভিযোগ। তবে এমন বেশ কিছু Offshore সাইট রয়েছে যাদের ক্ষেত্রে কর শিথিল করা রয়েছে। তবে তা আইনানুগভাবে। তবে এই কোম্পানিগুলি তাদের ব্যবসার প্রচারের জন্য খেলাধুলা এবং বিনোদন মিডিয়া ব্যবহার যাতে না করতে পারে, ভারত সরকার ইতিমধ্যেই সেই সকল বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করেছে৷ ভবিষ্যতে এই ধরনের গেমিং অ্যাপ এবং বাকি অ্যাপেও নজরদারি চালাবে কেন্দ্র। যাতে কর ফাঁকি দিয়ে এই ধরনের ব্যবসা বাইরের সংস্থাগুলি না করতে পারে।

আরও পড়ুন, Indian Railways: এই স্টেশন দিয়ে যাবেন? তা হলে বাড়ি থেকে স্নান না করে বেরোলেও চলবে...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.