"এরপর কী করব তা এখনও ভাবিনি", পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় জানালেন সিক্কা

Updated By: Aug 18, 2017, 08:29 PM IST
"এরপর কী করব তা এখনও ভাবিনি", পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় জানালেন সিক্কা

ওয়েব ডেস্ক: "আমার কোন পরিকল্পনা নেই, এমনকি এরপর কী করব তা এখনও ভেবেও দেখিনি", ইনফোসিসের সিইও-র পদ থেকে পদত্যাগ করার পর সংবাদ মাধ্যমে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন বিশাল সিক্কা। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি আরও জানিয়েছেন, আজকের দিনটা ব্যক্তিগতভাবে তাঁর জন্য দুঃখের হলেও তিনি মনে করছেন এতে সবপক্ষেরই ভাল হবে। এদিকে, ইনফোসিসের কো-চেয়ারম্যান রবি ভেঙ্কটেসান বলেছেন যে, তাঁরা সিক্কার দেওয়া কারণগুলি (পদত্যাগের কারণ হিসাবে সিক্কা যা লিখেছেন) বুঝতে পারছেন। যদিও, ইনফোসিস বোর্ডের দাবি, বিগত কয়েক মাসে তারা সিক্কার তোলা অভিযোগগুলি খতিয়ে দেখেছে, কিন্তু তার স্বপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

প্রসঙ্গত, আজ সকালে বিশাল সিক্কার পদত্যাগের খবরে নড়ে চড়ে বসে তথ্যপ্রযুক্তি দুনিয়া। 'দীর্ঘদিন ধরে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছিল' এই অভিযোগে ইনফোসিসের সিইও-র পদ থেকে পদত্যাগ করেন সিক্কা। তিনি তাঁর পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন যে, ইনফোসিসের সম্ভবনার বিষয়ে তিনি এখনও যথেষ্ট আশাবাদী। কিন্তু যেহেতু তাঁর প্রতি ব্যক্তিগত আক্রমণ বেলাগাম হয়ে যাচ্ছিল তাই তিনি সরে গেলেন। আপাতত অন্তর্বর্তী এমডি ও সিইও হিসাবে কাজ চালাবেন প্রবীণ রাও এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যানের পদে আপতত বহাল থাকবেন সিক্কা। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, ৩১ মার্চ, ২০১৮-এর আগে শূন্যপদে নতুন নিয়োগ হবে।

.