ফল বেরোল অ্যাডভান্সড জয়েন্টের, পূর্ব ভারতে প্রথম কলকাতার দেবাদিত্য প্রামাণিক

ফল বেরোল অ্যাডভান্সড  জয়েন্টের । পূর্ব ভারতে প্রথম কলকাতার দেবাদিত্য প্রামাণিক। মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা আইরিন ঘোষ। খবরের ভাষার বলাই যায় রিপিট টেলিকাস্ট। ছদিন আগে জয়েন্টের ফলের পুনরাবৃত্তি। অ্যাডভ্যান্সড জয়েন্টেও সাফল্য ধরে রাখল দেবাদিত্য প্রামাণিক ও আইরিন ঘোষ।জয়েন্টে প্রথম। অপেক্ষা ছিল অ্যাডভ্যান্সড জয়েন্টের। সেখানেও সফল বিড়লা হাইস্কুলের কৃতী ছাত্র। পূর্ব ভারতের সেরা দেবাদিত্য। এশিয়ান ফিজিক্সঅলিম্পিয়াড সেরে সবে ফিরেছে শহরে। তারমধ্যেই সুখবর। স্বভাবতই খুশি। তারইমধ্যে শেয়ার করলেন সাফল্যের রেসিপি।গর্বিত মা পারমিতা প্রামাণিকও। আনন্দের দিনে একটু যেন নস্টালজিক।

Updated By: Jun 11, 2017, 08:28 PM IST
ফল বেরোল অ্যাডভান্সড জয়েন্টের, পূর্ব ভারতে প্রথম কলকাতার দেবাদিত্য প্রামাণিক

ওয়েব ডেস্ক: ফল বেরোল অ্যাডভান্সড  জয়েন্টের । পূর্ব ভারতে প্রথম কলকাতার দেবাদিত্য প্রামাণিক। মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা আইরিন ঘোষ। খবরের ভাষার বলাই যায় রিপিট টেলিকাস্ট। ছদিন আগে জয়েন্টের ফলের পুনরাবৃত্তি। অ্যাডভ্যান্সড জয়েন্টেও সাফল্য ধরে রাখল দেবাদিত্য প্রামাণিক ও আইরিন ঘোষ।জয়েন্টে প্রথম। অপেক্ষা ছিল অ্যাডভ্যান্সড জয়েন্টের। সেখানেও সফল বিড়লা হাইস্কুলের কৃতী ছাত্র। পূর্ব ভারতের সেরা দেবাদিত্য। এশিয়ান ফিজিক্সঅলিম্পিয়াড সেরে সবে ফিরেছে শহরে। তারমধ্যেই সুখবর। স্বভাবতই খুশি। তারইমধ্যে শেয়ার করলেন সাফল্যের রেসিপি।গর্বিত মা পারমিতা প্রামাণিকও। আনন্দের দিনে একটু যেন নস্টালজিক।

আরও পড়ুন জয়ললিতার বাড়িতে ঢুকতে দেওয়া হল না ভাইঝি দীপা জয়কুমারকে

দেবাদিত্যর মতোই সাফল্যের রেকর্ড ধরে রেখেছে বর্ধমানের আইরিনও। জয়েন্টে দ্বিতীয় আইরিন IIT তে মেয়েদের মধ্যে প্রথম। নজরকাড়া রেজাল্টের পর এবার লক্ষ্য কেমিস্ট্রি অলিম্পিয়াড। আগামিদিনে ফিজিক্সের ওপর গবেষণার পথেই এগোতে চায় আইরিন। 

আরও পড়ুন  'ওয়ান নাইট স্ট্যান্ড' নিয়ে দৃষ্টান্তমূলক রায় বম্বে হাইকোর্টের!

.