হিন্দুস্তান শুধু হিন্দুদের, মুসলমানরাই যত নষ্টের গোড়া, দাবি বিজেপি বিধায়কের

মঞ্চ থেকে বিজেপির এই বিধায়ক ঘোষণা করেন, ''আমি কট্টর হিন্দুত্ববাদী। আমাদের দেশের নাম হিন্দুস্তান। অর্থাত্ এই দেশ হিন্দুদের। আজ জাতপাতের ঊর্ধ্বে সবাই সমান সরকারি সুবিধা পান। আগে দাড়ি যত লম্বা হত মিলত তত বড় চেক।''

Updated By: Jan 2, 2018, 01:30 PM IST
হিন্দুস্তান শুধু হিন্দুদের, মুসলমানরাই যত নষ্টের গোড়া, দাবি বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করে বিতর্কে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। তাঁর দাবি, 'দেশের নাম যখন হিন্দুস্তান, তখন এদেশ শুধু হিন্দুদের।'

সোমবার সাম্প্রদায়িকভাবে অত্যন্ত স্পর্শকাতর উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে বক্তব্য রাখছিলেন বিক্রম সাইনি। তাঁর আরও অভিযোগ, আগের সরকারের জমানায় মুসলিমরা বাড়তি সুযোগ সুবিধা পেয়েছে। বর্তমান সরকার এক্ষেত্রে সবার সমানাধিকার প্রতিষ্ঠায় সফল হয়েছে। মঞ্চ থেকে বিজেপির এই বিধায়ক ঘোষণা করেন, ''আমি কট্টর হিন্দুত্ববাদী। আমাদের দেশের নাম হিন্দুস্তান। অর্থাত্ এই দেশ হিন্দুদের। আজ জাতপাতের ঊর্ধ্বে সবাই সমান সরকারি সুবিধা পান। আগে দাড়ি যত লম্বা হত মিলত তত বড় চেক।''

আরও পড়ুন - প্রশাসনের শীর্ষস্তরের হস্তক্ষেপ, স্বাভাবিকের সরকারি হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা

এক পা এগিয়ে বিক্রম সাইনি বলেন, ''কিছু অযোগ্য লোক এক সময় মুসলিমদের দেশ ছাড়তে বাধা দিয়েছিলেন। যার ফলে আজ যত ঝামেলা।'' মুসলিমরা দেশ ছাড়লে সব জমি হিন্দুদের হয়ে যাবে বলেও দাবি করেন তিনি। 

বলে রাখি, পশ্চিম উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে ২০১৩ সালে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। জাতিদাঙ্গায় সেখানে মৃত্যু হয় অন্তত ৬০ জনের। 

.