কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় দিল্লির

যে দিন আবেদন, তার পরের দিনই নির্দেশ। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল আন্তর্জাতিক আদালত। কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ফার্স্ট রাউন্ডে বড় জয় পেল দিল্লি। আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পড়ল ইসলামাবাদের।

Updated By: May 10, 2017, 09:01 PM IST
কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বড় জয় দিল্লির

ওয়েব ডেস্ক : যে দিন আবেদন, তার পরের দিনই নির্দেশ। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল আন্তর্জাতিক আদালত। কুলভূষণ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ফার্স্ট রাউন্ডে বড় জয় পেল দিল্লি। আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পড়ল ইসলামাবাদের।

সাজানো অভিযোগে মৃত্যুদণ্ডের নির্দেশ। তারপর কী অবস্থায় আছেন কুলভূষণ যাদব? উত্তর দেয়নি পাকিস্তান। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে দিল্লির আবেদন ষোলো বার খারিজ। পাকিস্তানে কুলভূষণের জীবন বিপন্ন হওয়ায় আন্তর্জাতিক আদালত ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

দীর্ঘ শুনানি নয়। মৃত্যুদণ্ড স্থগিতে এখনই দিতে হবে নির্দেশ। দ্য হেগের আন্তর্জাতিক আদালত দিল্লির আবেদনে সাড়া দেওয়ায় কালি লাগল পাকিস্তানের মুখে। অপহরণের পর চরবৃত্তির অভিযোগ এনে মৃত্যুদণ্ড। কূটনৈতিক যোগাযোগের অনুমতি না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন। ইসলামাবাদের বিরুদ্ধে দিল্লির অভিযোগে সিলমোহর দিয়ে দ্য হেগের আদালত পাকিস্তানকে নির্দেশ দিয়েছে, ভারতের আবেদনের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ কার্যকর করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে।

আরও পড়ুন- কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস

কুলভূষণকে সাহায্য করতে চেষ্টার ত্রুটি হবে না। সংসদে প্রতিশ্রুতি দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আন্তর্জাতিক আদালতে জয়ের পর টুইটে তিনি জানান, কুলভূষণ যাদবের মায়ের সঙ্গে কথা হয়েছে। আন্তর্জাতিক আদালতের  নির্দেশের কথা তাঁকে জানিয়েছেন সুষমা। আন্তর্জাতিক আদালতে হরিশ সালভে কুলভূষণের হয়ে মামলা লড়ছেন।

হেগের স্থগিতাদেশকে কূটনৈতিক জয় হিসাবেই দেখছে সাউথ ব্লক। সাধুবাদ জানাচ্ছে কংগ্রেসও। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেওয়া আন্তর্জাতিক আদালতের এক্তিয়ারের বাইরে। পাক সংবাদমাধ্যমের একাংশ একথা বলা শুরু করে দিয়েছে। হেগের নির্দেশ পাকিস্তান না মানলে কী হবে? প্রশ্নের উত্তর এড়িয়ে যান বিদেশমন্ত্রকের মুখপাত্র। ইরানে কর্মরত কুলভূষণ যাদবের সঙ্গে এ বার তেহেরানও দেখা করতে চেয়েছে। ফলে চাপ বাড়ছে পাকিস্তানের ওপর। এ মাসের মাঝামাঝি আন্তর্জাতিক আদালতে পরবর্তী শুনানি।

.