অগ্নি পরীক্ষায় পাস করে `কুলীন` মিসাইল ক্লাবের আরও কাছে ভারত

দেশের মহাকাশ বিজ্ঞানে বড়সড় সাফল্য। রবিবার ভারতের সবথেকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষামূলক উত্‍‍ক্ষেপণ হল৷ সকাল ৮.৫০-এ ওড়িশার হুইলার দ্বীপের ৪ নম্বর ক্ষেপনাস্ত্র উত্‍‍ক্ষেপণ কেন্দ্রে যখন অগ্নি-৫ ক্ষেপনাস্ত্রের উত্‍‍ক্ষেপণ হল তখন সবারই দমবন্ধ করা অবস্থা। হবে নাই বা কেন! ব্যর্থতার ভয় কার না থাকে। শেষ অবধি সব ঠিকঠাক হল। শুরু হয়ে গেল উচ্ছ্বাস। ডিআইডিও-র তাবড় তাবড় বিজ্ঞানীরা খুশিতে লাফাতে লাগলেন। সবার মুখে যুদ্ধ জয়ের আনন্দ।

Updated By: Sep 15, 2013, 01:47 PM IST

দেশের মহাকাশ বিজ্ঞানে বড়সড় সাফল্য। রবিবার ভারতের সবথেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উত্‍‍ক্ষেপণ হল৷ সকাল ৮.৫০-এ ওড়িশার হুইলার দ্বীপের ৪ নম্বর ক্ষেপনাস্ত্র উত্‍‍ক্ষেপণ কেন্দ্রে যখন অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের উত্‍‍ক্ষেপণ হল তখন সবারই দমবন্ধ করা অবস্থা। হবে নাই বা কেন! ব্যর্থতার ভয় কার না থাকে। শেষ অবধি সব ঠিকঠাক হল। শুরু হয়ে গেল উচ্ছ্বাস। ডিআইডিও-র তাবড় তাবড় বিজ্ঞানীরা খুশিতে লাফাতে লাগলেন। সবার মুখে যুদ্ধ জয়ের আনন্দ।
এই নিয়ে দ্বিতীয় বার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর পরীক্ষামূলক উত্‍‍ক্ষেপণ সফল হল৷ অগ্নি-৫ ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র৷ ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যে ভূমিতে আঘাত হানতে সক্ষম৷ লম্বায় ১৭ মিটার ও চওড়ায় ২ মিটার৷ ওজন ৫০ টন৷ পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫৷
চিনের উত্তরপ্রান্তে শব্দের থেকেও ২০গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫৷ আরও কয়েকবার সফল উত্‍‍ক্ষেপণের পর চূড়ান্ত সিলমোহর পড়বে অগ্নি-৫-এর ব্যবহারে৷ এরপরই আমেরিকার, রাশিয়া, চিন, ফ্রান্স, ব্রিটেনের মতো `ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্লাবে` নাম উঠবে ভারতেরও৷

Tags:
.