চিনে ভারতীয় কূটনীতিক নিগ্রহ, ক্ষুব্ধ এস এম কৃষ্ণ

বিদেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার বিষয়টি তাঁর মন্ত্রকের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। চিনে ভারতীয় কূটনীতিকের হেনস্থার প্রেক্ষিতে সোমবার একথা বলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা।

Updated By: Jan 3, 2012, 12:47 PM IST

বিদেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার বিষয়টি তাঁর মন্ত্রকের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। চিনে ভারতীয় কূটনীতিকের হেনস্থার প্রেক্ষিতে সোমবার একথা বলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা। দিল্লিতে চিনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক। চিনের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।     
বকেয়া টাকা না মেটানোর অভিযোগে সম্প্রতি পূর্ব চিনের ইয়ু শহরে কর্মরত দুই ভারতীয় দীপক রাহেজা ও শ্যামসুন্দর আগরওয়ালকে আটকে রাখা হয়। যে সংস্থায় তাঁরা কাজ করেন, সেই সংস্থার মালিকের কোনও খোঁজ না মেলায় বিপাকে পড়েন দুই ভারতীয়। একতিরিশে ডিসেম্বর আদালতে মামলা উঠলে তাঁদের সাহায্য করেন চিনে নিযুক্ত ভারতীয় কূটনীতিক এস বালাচন্দ্রন।  দীর্ঘক্ষণ ধরে শুনানি চললেও তাঁকে ডায়াবিটিজের ওষুধ নিতে দেওয়া হয়নি। তাঁর শারীরিক হেনস্থারও অভিযোগ উঠেছে। এরপরই, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ওই ভারতীয় কূটনীতিক। ঘটনার প্রতিবাদ জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চিনের ভারতীয় দূতাবাসকে নির্দেশ দিয়েছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা।
ভারতীয় কূটনীতিকের হেনস্থার প্রতিবাদ জানাতে সোমবার দিল্লিতে চিনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ঝাং ইয়ু-কে ডেকে পাঠায়  বিদেশমন্ত্রক। ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্য দিকে চিনে ভারতীয় কূটনীতিকের হেনস্থার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। এ জন্য, বেজিংকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন ১১ নম্বর অশোক রোডের নীতি নির্ধারকরা।

.