বাড়ছে করোনার দাপট, ফের বন্ধ হবে ট্রেন? কি জানাচ্ছে রেল?

শিয়ালদহ ডিভিশনে প্রায় ৯০ জন চালক ও গার্ডের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে

Updated By: Apr 20, 2021, 04:19 PM IST
বাড়ছে করোনার দাপট, ফের বন্ধ হবে ট্রেন? কি জানাচ্ছে রেল?

নিজস্ব প্রতিবেদন: একাধিক রাজ্যে লকডাউন। কোথাও নাইট কারফিউ। সিঁদুরে মেঘ দেখে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকেরা। ফের ট্রেন চলাচল বন্ধ হবে না তো? কার্যত এই আশঙ্কাই ঘুরপাক খাচ্ছে নিত্যযাত্রী থেকে ট্রেনকে ঘিরে যাদের ব্যবসা তাদের মনে। এই অবস্থায় একটি গুরুত্বপূর্ণ টুইট করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। জানানো হয়েছে, করোনার দাপটের মধ্যেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। মাল বহনকারী ট্রেন তো চলবেই, একইসঙ্গে প্যাসেঞ্জার ট্রেনও চালানো হবে। রেল মন্ত্রকের অনুরোধ, ট্রেন বন্ধের প্যানিক কেউ ছড়াবেন না। মানুষকে তাদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। মানুষ যাতে নিশ্চিন্তে ও নিরাপদে টিকিট কেটে ট্রেনে উঠতে পারেন তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনে। তবে এক্ষেত্রে কোভিড গাইডলাইনস অবশ্যই মেনে চলার জন্য বলা হয়েছে। কনফর্ম বা আরএসি (RAC) টিকিট হলে তবেই স্টেশনে আসতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে সবরকম সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: করোনায় আক্রান্ত বহু গার্ড ও চালক, বাতিল শিয়ালদহ শাখার ৫৬টি লোকাল

ইতিমধ্যেই রেলের তরফে করোনা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল শুধু ট্রেনে উঠলে নয়, প্ল্যাটফর্ম শহর রেলের এলাকায় যেকোনো জায়গায় মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করবে রেল। কিন্তু চিন্তা বেড়াচ্ছে রেল কর্মীদের নিরাপত্তাও। ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনে প্রায় ৯০ জন চালক ও গার্ডের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বাতিল হয়ে গিয়েছে ৫৬ লোকাল ট্রেন। এক্ষেত্রে যাত্রী পরিষেবায় কোপ পড়বেনা তো? রেলের তরফে আশ্বস্ত করা হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও অফিস টাইমে কোন লোকাল বাতিল করা হয়নি।

.