১৫ মিনিটেই ৭ কেজি ওজনের সন্তান প্রসব, ভারতের সবথেকে 'বড়' সদ্যজাত

এমনটা আগে আর কখনও হয়নি। ১৫ মিনিটেই গর্ভ থেকে ভূমিষ্ঠ হল ৭ কেজি ওজনের সদ্যজাত।

Updated By: Nov 7, 2015, 07:06 PM IST
১৫ মিনিটেই ৭ কেজি ওজনের সন্তান প্রসব, ভারতের সবথেকে 'বড়' সদ্যজাত
ছবি: Caters News Agency

ওয়েব ডেস্ক: এমনটা আগে আর কখনও হয়নি। ১৫ মিনিটেই গর্ভ থেকে ভূমিষ্ঠ হল ৭ কেজি ওজনের সদ্যজাত।

নিজের নবম সন্তান প্রসব করতে সময় নিলেন মাত্র ১৫ মিনিট। এত তারাতারি ৭ কেজি ওজনের বাচ্চা প্রসবের নজির সারা ভারত খুঁজলেও পাওয়া সম্ভব নয়। রেকর্ড বলছে, ৬ মাস আগে এমনই এক ঘটনা ঘটলেও ৭ কেজি সন্তানের মা ফিরদৌস খাতুনের নজির সবার শীর্ষে। চিকিৎসকদের দাবি, ফিরদৌস খাতুনের সন্তান ভারতে ভূমিষ্ঠ সবথেকে বেশি ওজনের সদ্যজাত। ডাক্তাররা বলছেন, অনেক সময় ডায়াবেটিস থাকলে গর্ভের সন্তানদের ওজন বাড়ে। কিন্তু ৩৬ বছর বয়সী ফিরদৌস খাতুনের ডায়াবেটিস না থাকা সত্ত্বেও 'এত বড়' সন্তান প্রসবে অবাক তাঁরাও। চিকিৎসরা আরও অবাক হয়েছেন, এত অল্প সময়, মাত্র ১৫ মিনিটেই কী করে সন্তান প্রসবে সক্ষম হলেন তিনি। সবটাই 'মিরাকেল'!

৬ মাস আগেই রাজস্থানের এক মহিলা ৬ কেজি ওজনের সন্তান প্রসব করেন।  

 

.