সুদের হার বাড়াল পিএফে, উপকৃত হবেন ৬ কোটি মানুষ

২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি ৮.৬৫ শতাংশ সুদের হারের ব্যাপারে সবুজ সংকেত দেয় সেন্ট্রাল বোর্ড অব টাস্ট্রিজ

Updated By: Oct 9, 2019, 07:38 PM IST
সুদের হার বাড়াল পিএফে, উপকৃত হবেন ৬ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদন: পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য সুখবর।

বুধবার ইফিএফ-এ সুদের হার বাড়াল সরকার। ২০১৮-১৯ আর্থিক বছরে ইপিএফ-এ সুদের হার হল ৮.৬৫ শতাংশ। এর ফলে দেশের ৬ কোটি ইপিএফ অ্যাকাউন্টধারীর জন্য সরকারের খরচ হবে ৫৪,০০০ কোটি টাকা।

আরও পড়ুন-কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! দীপাবলির আগে আরও ৫ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি ৮.৬৫ শতাংশ সুদের হারের ব্যাপারে সবুজ সংকেত দেয় সেন্ট্রাল বোর্ড অব টাস্ট্রিজ। ইপিএফের ব্যাপারে সব সিদ্ধান্ত নিয়ে থাকে সিবিডিটি। গত ২৪ সেপ্টেম্বর এব্যাপারে সম্মত হয় কেন্দ্র।

আরও পড়ুন-CBI-এর হাতে থাকা গোপন তথ্য ফাঁস করলেন ম্যাথু, মুকুলের গ্রেফতারি নিয়ে শুরু জল্পনা

প্রসঙ্গত, ২০১৭-১৮ সালে ইপিএফে সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ। গত পাঁচ বছরে এটি ছিল সবচেয়ে কম সুদের হার। ২০১৬-১৭ সালে এই হার ছিল ৮.৬৫ শতাংশ। অন্যদিকে, ২০১৫-১৬ সালে এই হার ছিল ৮.৮ শতাংশ। ২০১৩-১৪ সালে সুদের হার কমে হয় ৮.৭৫ শতাংশ।

.