কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! দীপাবলির আগে আরও ৫ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

দীপাবলির মুখে সুখবর কেন্দ্র কর্মচারীদের। ফের ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, দীপাবলীর উপহার দিতে চলেছে কেন্দ্র। এতে ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী লাভবান হবেন।

Updated By: Oct 9, 2019, 04:12 PM IST
কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! দীপাবলির আগে আরও ৫ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: দীপাবলির মুখে সুখবর কেন্দ্র কর্মচারীদের। ফের ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, দীপাবলির উপহার দিতে চলেছে কেন্দ্র। এতে ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী লাভবান হবেন।

আজই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যাচ্ছে। এর আগে ১২ শতাংশ মহার্ঘ ভাতা ছিল। কেন্দ্রীয় মানব উন্নয়ন সম্পদমন্ত্রীর এ দিনের ঘোষণায়  ১৭ শতাংশ মহার্ঘ ভাতা দাঁড়াল। এর জন্য কেন্দ্রকে বাড়তি ১৬ হাজার কোটি টাকা বহন করতে হবে।

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীরের উদ্বাস্তুদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা কেন্দ্রের

প্রায় সব সেক্টরেই এই সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। জাভড়েকরের কথায়, এই ঘোষণা মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের 'দিওয়ালির উপহার'। ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারিরাও উপকৃত হবেন বলে এ দিন জানান জাভেড়েকর।

.