হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার সেতু, দেখুন সেই ভিডিও
নিজস্ব সংবাদদাতা : সাত সকালে ভেঙে পড়ল সেতু। তাও আবার শক্তপোক্ত লোহার সেতু। তার জেরেই মৃত্যু হল একজনের। আহত হয়েছেন কমপক্ষে ৫৭ জন। কেরলের কোল্লাম জেলার ছাভারার ঘটনা।
আরও পড়ুন : এইচআইভি নিয়ে ৩২ মহিলার সঙ্গে সহবাস, গারদে যুবক
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আচমকাই ছাভারা গ্রামের ওই লোহার সেতুটি ভেঙে পড়ে। জলের মধ্যে আচমকা সেতু ভেঙে পড়ায় তলিয়ে যান একজন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন স্থানীয়রা। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। সেতু ভাঙার খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনিক কর্তারাও সেখানে হাজির হন।
তবে জানা যাচ্ছে, সেতুটি যখন ভেঙে পড়ে, তখন তার উপর দিয়ে বেশ কিছু মানুষ মিছিল করে হেঁটে যাচ্ছিলেন। তার জেরেই কি ভেঙে পড়ে সেতুটি? সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে প্রশাসন।
দেখুন সেই ভিডিও..
#WATCH One dead, at least 57 injured in a bridge collapse in Chavara near Kerala's #Kollam. pic.twitter.com/0flv4IRQ8o
— ANI (@ANI) October 30, 2017