ইরাকে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিককে হত্যা করেছে আইএস, সংসদে জানালেন সুষমা

২০১৪ সালে ইরাকের মসুলে ওই ৩৯ জন শ্রমিককে অপহরণ করে আইএস জঙ্গিরা। এদের অধিকাংশই পঞ্জাবের। বাকীরা হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের

Updated By: Mar 20, 2018, 12:58 PM IST
ইরাকে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিককে হত্যা করেছে আইএস, সংসদে জানালেন সুষমা

নিজস্ব প্রতিবেদন: প্রায় চার বছর পর উৎকন্ঠার অবসান। ইরাকে নিখোঁজ চার রাজ্যের ৩৯ শ্রমিককে মেরেই ফেলেছে আইএস জঙ্গিরা। ২০১৪ সালে ওইসব শ্রমিকদের মসুল থেকে অপহরণ করে আইএস জঙ্গিরা। মঙ্গলবার রাজ্যসভায় একথা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা স্বরাজ সংসদে বলেন, ‘ইরাকে নিখোঁজ ৩৯ ভারতীয় শ্রমিক মারা গিয়েছেন। তাদের মৃতদেহ সমাধি থেকে তোলা হয়েছে। ওইসব নিখোঁজ শ্রমিকদের ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছিল। সোমবারই জানা গিয়েছে ওইসব স্যাম্পলের সঙ্গে মৃতদের ডিএনএ ম্যাচ করেছে। শ্রমিকদের বেশিরভাগই পঞ্জাবের। বাকিরা পশ্চিমবঙ্গ, বিহার ও হিমাচলপ্রদেশের।’

বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, নিহত শ্রমিকদের দেহাংশ দেশে আনা হচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী স্বয়ং ইরাকে ‌যাচ্ছেন। বিশেষ বিমানে ওইসব দেহাংশ প্রথম আনা হবে পঞ্জাবে। তার পরে তা পাঠানো হবে পটনা ও কলকাতায়।

আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে ও তার মায়ের দেহ উদ্ধার হাবড়ায়

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুলে ওই ৩৯ জন শ্রমিককে অপহরণ করে আইএস জঙ্গিরা। এদের অধিকাংশই পঞ্জাবের। বাকীরা হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের। গতবছর জুলাই মাসে সুষমা স্বরাজ সংসদে বিবৃতি দিয়ে জানান, ‘নিখোঁজ ওইসব শ্রমিকদের এখনই মৃত বলে ঘোষণা করা ‌যাবে না। কারণ আমাদের হাতে কোনও প্রমাণ নেই।’

ইরাকি সেনা মসুল দখল নেওয়ার পর বিদেশ মন্ত্রকের তরফে ইরাক সরকারকে ওইসব শ্রমিকদের ব্যাপারে খোঁজখবর করতে অনুরোধ করা হয়। তার পরেই জানা ‌যায় সম্ভবত ওইসব শ্রমিকদের মেরে ফেলা হয়েছে। ফলে আত্মীয়দের ডিএনএ স্যাম্পল ম্যাচ করানো ছাড়া নিহত শ্রমকদের চিহ্নিত করার উপায় নেই। এরপরই নিখোঁজ শ্রমিকদের আত্মীয়দের ডিএনএ স্যাম্পল বাগদাদে পাঠানো হয়। এতদিনে তার রিপোর্ট এসেছে।

.