Jharkhand: বিধানসভায় বরাদ্দ আলাদা নমাজ পাঠের ঘর, পাল্টা হনুমান মন্দিরের দাবি BJP-র

২০১৯ সালে ঝাড়খন্ড বিধানসভা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

Updated By: Sep 4, 2021, 07:57 PM IST
Jharkhand: বিধানসভায় বরাদ্দ আলাদা নমাজ পাঠের ঘর, পাল্টা হনুমান মন্দিরের দাবি BJP-র

নিজস্ব প্রতিবেদন: ঝাড়খন্ডের নতুন বিধানসভা ভবনে (Jharkhand Assembly) নমাজের জন্য আলাদা ঘর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আলাদা নমাজ-ঘর নিয়ে আপত্তি তুলেছে বিজেপি। তাদের দাবি, হিন্দুদের হনুমান চালিশা পাঠের জন্য আলাদা ঘর বরাদ্দ করা হোক।    

ঝাড়খন্ড সরকারের ২ সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী, নতুন বিধানসভা ভবনের (Jharkhand Assembly) টিডব্লু ৩৪৮ নম্বর ঘর নমাজের জন্য বরাদ্দ করা হল। সরকারের সিদ্ধান্তে আপত্তি করেছে বিজেপি (BJP)। এক নেতার কথায়,'আলাদা ঘরে মুসলিমরা নমাজপাঠ করতে পারবেন। তাহলে হিন্দুদের হনুমান চালিশা পাঠের জন্য আলাদা জায়গা কেন দেওয়া হবে না! একটি হলঘর অথবা ৫টি ঘর বরাদ্দ করা হোক।' 

আরও এক কাঠি এগিয়ে বিধানসভা চত্বরে মন্দির নির্মাণের দাবি তুলেছেন প্রাক্তন অধ্যক্ষ ও বিজেপি নেতা সিপি সিং। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান,'আমরা নমাজঘরের বিরোধী নই। আমাদের দাবি, ঝাড়খন্ড বিধানসভার চৌহদ্দিতে হনুমান মন্দির নির্মাণ করা হোক। অধ্যক্ষ অনুমতি দিলে আমরাই খরচ করব।' 

বিজেপি নেতা বাবুলাল মারান্ডির কথায়,'বিধানসভা গণতন্ত্রের মন্দির হিসেবেই থাকা উচিত। নমাজঘর বরাদ্দের সিদ্ধান্ত ভুল। তার বিরোধিতা করছি আমরা।'

২০১৯ সালে ঝাড়খন্ড বিধানসভা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন তলা ভবন নির্মাণে খরচ পড়েছে ৪৬৫ কোটি টাকা। এটাই দেশের প্রথম 'কাগজহীন' বিধানসভা বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন- চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন PM Modi, দেখা করবেন Joe Biden-র সঙ্গে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.