ঝাড়খণ্ডে পাঁচটি পুরসভাতেই জিতল বিজেপি
ঝাড়খণ্ডে পুরভোটে ক্লিনসুইপ বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ডে পুরসভা নির্বাচনে বড়সড় সাফল্য পেল ভারতীয় জনতা পার্টি। পাঁচটি পুরসভাতেই জিতল তারা। দখল করল মেয়রের পদ। জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে জয়ের কৃতিত্ব দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবার দাস।
গত ১৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল ঝাড়খণ্ডের পাঁচটি পুরসভায়- মেদিনীনগর, হাজারিবাগ, গিরিডি, রাঁচি ও আদিত্যপুরে। হাজারিবাগ ও আদিত্যপুরে মেয়র ও ডেপুটি মেয়র পদে জিতেছে বিজেপি। মেয়র পদে রাঁচিতে জিতেছেন বিজেপির আশা লাকড়া। ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জীব বিজয়বর্গীয়।
Congrats @dasraghubar @BJP4Jharkhand #Jharkhand Nagar Nigam Polls 2018 Results Live: The BJP has won Mayor and Deputy Mayor posts on all five Municipal Corporations – #Adityapur, #Hazaribagh, #Giridih, #Modinagar and #Ranchi. Here is the list of elected Mayors and Deputy Mayors: pic.twitter.com/Ytcordy45J
— Varun Kumar BJP (@VarunKumarBJP) April 20, 2018
রঘুবর দাসের কথায়, ''ঝাড়খণ্ডে উন্নয়ন করতে পারে শুধু বিজেপিই। তা বোঝেন সাধারণ মানুষ। সুশাসন ও দুর্নীতিমুক্ত সরকারের পক্ষে এটা মানুষের রায়।''
झारखण्ड की जनता यह जानती है कि विकास सिर्फ बीजेपी ही कर सकती है क्योंकि भारतीय जनता पार्टी का एक ही एजेंडा है-झारखण्ड का सर्वांगीण विकास। पुन: झारखण्ड की सवा तीन करोड़ जनता को विकास चुनने के लिए धन्यवाद। सभी जीते हुए प्रत्याशियों को बधाई।#BJP4Jharkhand
— Raghubar Das (@dasraghubar) April 20, 2018
আরও পড়ুন- শিশুধর্ষণে মৃত্যুদণ্ড, পসকো আইনে বদল আনতে চলেছে মোদী সরকার