ফের উত্তপ্ত JNU, ক্যাম্পাসে দেখা মিলল ‘দেশদ্রোহীদের’

ফের বিক্ষোভে উত্তাল JNU। রাত জাগল ক্যাম্পাস।  রাতভর অবস্থান বিক্ষোভে সামিল হলেন পড়ুয়া থেকে অধ্যাপক সকলেই। হদিশ মিলল তাঁদেরও, যাঁদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিস। ক্যাম্পাসেই দেখা মিলল ‘দেশদ্রোহিতা’য় অভিযুক্ত উমর খালিদ সহ ছয় পড়ুয়ারই।

Updated By: Feb 22, 2016, 09:11 AM IST
ফের উত্তপ্ত JNU, ক্যাম্পাসে দেখা মিলল ‘দেশদ্রোহীদের’

ওয়েব ডেস্ক : ফের বিক্ষোভে উত্তাল JNU। রাত জাগল ক্যাম্পাস।  রাতভর অবস্থান বিক্ষোভে সামিল হলেন পড়ুয়া থেকে অধ্যাপক সকলেই। হদিশ মিলল তাঁদেরও, যাঁদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিস। ক্যাম্পাসেই দেখা মিলল ‘দেশদ্রোহিতা’য় অভিযুক্ত উমর খালিদ সহ ছয় পড়ুয়ারই।

এর আগেই ১৬ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। লুক আউট নোটিস জারি করা হয়েছে ছাত্র নেতা উমর খলিদ, অর্ণিবান ভট্টাচার্য ও আশুতোষ কুমারের বিরুদ্ধে। গতকালের অবস্থান বিক্ষোভে সবারই দেখা মিলেছে।

কানহাইয়া কাণ্ডের পর গতকাল রাতে সতর্ক ভূমিকা ছিল পুলিসের। ক্যাম্পাসের ভেতরে প্রতিবাদ অবস্থান চললেও পুলিস রাত কাটিয়েছে ক্যাম্পাসের বাইরেই।   ছাত্র নেতা কানহাইয়া গ্রেফতার সহ বিশ্ববিদ্যালয়ের যে ছয় পড়ুয়ার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহে’র অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধেই ক্যাম্পাসে প্রতিবাদসভার আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা।

.