Haryana: চাকরি বৃদ্ধিতে বড় সিদ্ধান্ত, ৭৫ শতাংশ আসন সংরক্ষণ রাজ্যবাসীর জন্য

স্থানীয়দের জন্য বেসরকারি ক্ষেত্রে ৭৫ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করেছে হরিয়ানা সরকার।

Updated By: Jan 17, 2022, 11:20 AM IST
Haryana: চাকরি বৃদ্ধিতে বড় সিদ্ধান্ত, ৭৫ শতাংশ আসন সংরক্ষণ রাজ্যবাসীর জন্য
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বেকারত্বের সমস্যা মোকাবিলার প্রয়াসে হরিয়ানা সরকার রবিবার (১৬ জানুয়ারী, ২০২২) রাজ্যের স্থানীয়দের জন্য বেসরকারি ক্ষেত্রে ৭৫ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করেছে। সংবাদ সংস্থা আইএএনএস-এর মতে, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকার একটি আইন প্রয়োগ করেছে যা রাজ্যের চাকরি প্রার্থীদের বেসরকারি খাতে ৭৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে।

আইনটি কার্যকর হওয়ার পরই উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা বলেছেন, “যুবকদের জন্য একটি ঐতিহাসিক দিন কারণ এখন থেকে হরিয়ানার যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সমস্ত বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, ট্রাস্ট, সমিতিতে এবং রাজ্যে প্রতিষ্ঠিত শিল্পগুলিতেও।"

আরও পড়ুন, UP Assembly Polls 2022: ভোটে টিকিট দেয়নি দল, সদর দফতরের সামনে আত্মহত্যার চেষ্টা বিরোধী নেতার

উল্লেখযোগ্যভাবে, ৭৫ শতাংশ চাকরি সংরক্ষণ সংক্রান্ত নিয়ম ১৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। চৌতালাকে উদ্ধৃত করে একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে, "এই ব্যবস্থার বাস্তবায়নের ফলে বেসরকারি খাতে লক্ষ লক্ষ যুবকের জন্য কর্মসংস্থানের নতুন পথ খোলা হবে।"

এই বিষয়ে, শ্রম বিভাগ একটি হেল্পলাইন নম্বর সহ একটি উত্সর্গীকৃত পোর্টালও তৈরি করেছে। সংস্থাগুলিকে এখন পোর্টালে তাদের শূন্যস্থান প্রতিফলিত করতে হবে যা সরকার দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হবে। উপরন্তু, গত বছরের নভেম্বরে বিজেপি-জেজেপি সরকার বেসরকারি সেক্টরে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ চাকরি সংরক্ষণ বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানে ৩০,০০০ টাকা পর্যন্ত স্থূল মাসিক বেতনের উচ্চ সীমা সহ বেসরকারী খাতে স্থানীয় যুবকদের জন্য সংরক্ষণের কথা বলা হয়। আইনটি আগামী ১০ ​​বছরের জন্য প্রযোজ্য হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.