কানপুরে ট্রেন-নাশকতায় মূল অভিযুক্ত গ্রেফতার নেপালে

কানপুরে ট্রেন-নাশকতায় মূল অভিযুক্ত গ্রেফতার নেপালে। গতবছর নভেম্বরে কানপুরে ট্রেন বেলাইন হয়ে মৃত্যু হয় প্রায় দেড়শো যাত্রীর। দুর্ঘটনা নয়, সামনে চলে আসে নাশকতার তত্ত্ব। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সামসুল হুদার নাম। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিস। ধরা পড়েছে তার তিন সঙ্গীও। সামসুলকে ভারতের হাতে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। নেপালের DIG পশুপতি উপাধ্যায় জানান, তাঁদের কাছে তথ্য ছিল কানপুরে রেল-নাশকতায় হুদার হাত রয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় দুবাই থেকে নেপালে আনা হয় হুদা সহ তিন জনকে। নেপালে বরা জেলায় জোড়া খুনের দায়েও অভিযুক্ত সামসুল হুদা। আন্তর্জাতিক অপরাধ চক্রে জড়িত সে।

Updated By: Feb 7, 2017, 03:55 PM IST
কানপুরে ট্রেন-নাশকতায় মূল অভিযুক্ত গ্রেফতার নেপালে

ওয়েব ডেস্ক: কানপুরে ট্রেন-নাশকতায় মূল অভিযুক্ত গ্রেফতার নেপালে। গতবছর নভেম্বরে কানপুরে ট্রেন বেলাইন হয়ে মৃত্যু হয় প্রায় দেড়শো যাত্রীর। দুর্ঘটনা নয়, সামনে চলে আসে নাশকতার তত্ত্ব। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সামসুল হুদার নাম। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিস। ধরা পড়েছে তার তিন সঙ্গীও। সামসুলকে ভারতের হাতে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। নেপালের DIG পশুপতি উপাধ্যায় জানান, তাঁদের কাছে তথ্য ছিল কানপুরে রেল-নাশকতায় হুদার হাত রয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় দুবাই থেকে নেপালে আনা হয় হুদা সহ তিন জনকে। নেপালে বরা জেলায় জোড়া খুনের দায়েও অভিযুক্ত সামসুল হুদা। আন্তর্জাতিক অপরাধ চক্রে জড়িত সে।

আরও পড়ুন

বাঁকুড়া, ভোপালের পর ছত্তিসগড়েও মামলার জালে উদয়ন

.