আস্থাভোটে ইয়েদুরাপ্পাকে স্বাগত, ঘরোয়া কোন্দল জর্জরিত কংগ্রেস-জেডিএস

আস্থাভোটে বিজেপিকে শক্তিপরীক্ষার অনুমোদন রাজ্যপালের। 

Updated By: May 15, 2018, 05:57 PM IST
 আস্থাভোটে ইয়েদুরাপ্পাকে স্বাগত, ঘরোয়া কোন্দল জর্জরিত কংগ্রেস-জেডিএস

নিজস্ব প্রতিবেদন: রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন ইয়েদুরাপ্পা। মঙ্গলবার ভোটের ফল স্পষ্ট হতেই সরকার গড়তে সচেষ্ট হন কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এদিন রাজভবনে রাজ্যপালকে তিনি বলেন, ''বৃহত্তম দল হিসেবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হোক।" এরপরই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, "উনি আমাদের বিধানসভায় আস্থাভোটে শক্তিপরীক্ষায় অনুমতি দিয়েছেন।'' 

এদিকে আবার জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পুত্র কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কংগ্রেসের লিঙ্গায়েত সম্প্রদায়ের বিধায়করা। প্রসঙ্গত, জেডিএস নেতা কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সমর্থন দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে কংগ্রেস। সেই প্রস্তাব গ্রহণও করেছে জেডিএস। ফলে সরকার গঠনের দাবিপত্র নিয়ে রাজভবনের দ্বারস্থ হয়েছেন কুমারস্বামীও।

এমন পরিস্থিতিতে তাই কে সরকার গঠন করবে, তা নিয়ে কর্ণাটক-সহ জাতীয় রাজনীতিতে চলছে তুমুল জল্পনা। এরমধ্যেই আবার কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কয়েকজন কংগ্রেস বিধায়ক। ভোক্কালিগা সম্প্রদায়ের কুমারস্বামীকে নিয়ে আপত্তি জানিয়েছেন ওই লিঙ্গায়ত বিধায়করা। উল্লেখ্য, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা লিঙ্গায়ত। ফলে বিদ্রোহের আঁচের নেপথ্যে তাঁর হাত থাকতে পারে বলেও সন্দেহ কংগ্রেসের। সূত্রের খবর, জেডিএসের কয়েকজন বিধায়ক আবার প্রবল কংগ্রেস বিরোধী। তাঁরা চাইছেন বিজেপির সঙ্গে জোট হোক। সবমিলিয়ে কর্ণাটকে এই মুহূর্তে টি-টোয়েন্টির ক্রিকেট ম্যাচের মতো ক্ষণে ক্ষণে বদলাচ্ছে খেলার রঙ।

আরও পড়ুন-বিজেপির থেকে বেশি ভোট পেয়েও কর্ণাটকে ভরাডুবি কংগ্রেসের

.