কর্ণাটকে ১৩০টিরও বেশি আসন পাবে বিজেপি: অমিত শাহ
ভোটপ্রচারের শেষবেলায় আত্মবিশ্বাসী অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ১৩০টিরও বেশি আসন পাবে বিজেপি। অন্য কারও সমর্থন চাওয়ার কোনও প্রশ্নই নেই। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
কর্ণাটকে ত্রিশঙ্কু বিধানসভার আভাস দিচ্ছে বিভিন্ন সমীক্ষা। কিন্তু ২২৪ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চিত বিজেপির সর্বভারতীয় সভাপতি। আত্মবিশ্বাসী অমিতের কথায়, ''১৩০টিরও বেশি আসন পাবে বিজেপি।কর্ণাটকের প্রতিটি জেলায় গিয়েছি। বিজেপি সুনামি আসবে রাজ্যে। কংগ্রেস আর ক্ষমতায় ফিরতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গিয়েছে।'' উল্লেখ্য, এর আগে গুজরাট নির্বাচনের আগে ১৫০ আসন পাওয়ার দাবি করেছিলেন অমিত শাহ। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি (১০০ আসন) পার করতে পারেনি বিজেপি।
BJP will win more than 130 seats & form government in #Karnataka. There is no question of seeking or giving support to anyone: Amit Shah in Bengaluru #KarnatakaElections2018 pic.twitter.com/AfthUVfoPn
— ANI (@ANI) 10 May 2018
অমিত শাহ এদিন আরও বলেন, ''আমরা নির্বাচনে হারতে পারি। তবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া ও পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো দলের সঙ্গে বসতে রাজি নই। জেতার জন্য পিএফআই ও এসডিপিআইয়ের মতো দলের সমর্থন নিচ্ছে কংগ্রেস। এটাই ওদের সঙ্গে আমাদের ফারাক।''
বুধবারের ভোটারকার্ড উদ্ধারের প্রসঙ্গ টেনে অমিত বলেন, অগণতান্ত্রিকভাবে নির্বাচন জেতার চেষ্টা করছে কংগ্রেস। রাজরাজেশ্বরী কেন্দ্রের ভোটারদের ভোটারকার্ড উদ্ধার হওয়াতেই স্পষ্ট, জিততে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। অমিতের কথায়, ''কর্ণাটকের ভবিষ্যত বদলে যেতে চলেছে। নরেন্দ্র মোদী ও ইয়েদুরাপ্পার নেতৃত্বে উন্নয়নের শিখরে পৌঁছবে রাজ্য।''
আরও পড়ুন- কর্ণাটকের ভোটপ্রচারে গেরুয়া পাগড়িতে আসাউদ্দিন ওয়াইসি