কর্ণাটকে কংগ্রেসকে 'দেশদ্রোহী' হামলা মোদীর

কর্ণাটকে ভোটের আগে জোরকদমে প্রচার নরেন্দ্র মোদীর।  

Updated By: May 3, 2018, 05:17 PM IST
কর্ণাটকে কংগ্রেসকে 'দেশদ্রোহী' হামলা মোদীর

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ভোটের দিন এগিয়ে আসতেই কংগ্রেসের বিরুদ্ধে 'অলআউট' আক্রমণে নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, ''শহিদদের অপমানে অভ্যস্ত হয়ে গিয়েছে কংগ্রেস। সার্জিক্যাল স্ট্রাইকের পর সেনার কাছে প্রমাণ চেয়েছিল ওরা। প্রমাণ আনতে আগ্নেয়াস্ত্রের সঙ্গে কি ক্যামেরা নিয়ে যাবেন জওয়ানরা?''  

সেনাপ্রধান বিপিন রাওয়াতকে 'রাস্তার গুন্ডা' বলে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। সেই মন্তব্য তুলে ধরে এদিন মোদী বলেন,''সার্জিক্যাল স্ট্রাইকের পর সেনাপ্রধানকে রাস্তার গুন্ডা বলে অভিহিত করেছিলেন কংগ্রেস নেতা। এক জন অশিক্ষিতও এই ভুল করবে না।'' 

কর্ণাটকের নির্বাচনের আগে বিভিন্ন জনমত সমীক্ষায় পাল্লা ভারী কংগ্রেসের। শেষবেলায় নেমে বিরোধীদের পালে হাওয়া কাড়তে নেমে পড়েছেন বিজেপির 'তুরুপের তাস' নরেন্দ্র মোদী। শুরুতেই রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করে ভোটপ্রচারের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কার্যত কংগ্রেসকে 'দেশদ্রোহী' প্রমাণ করতে চাইলেন নমো, মত অনেকের।   

আরও পড়ুন- মধ্যপ্রদেশে পুলিস নিয়োগে অন্তর্বাস পরা পুরুষদের সামনেই মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা

.