''একটা পরিবারের জন্যই প্রধানমন্ত্রীর পদ সংরক্ষিত'', রাহুলকে খোঁচা মোদীর

কর্ণাটকে ভোটপ্রচারে রাহুলকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। 

Updated By: May 9, 2018, 10:56 PM IST
''একটা পরিবারের জন্যই প্রধানমন্ত্রীর পদ সংরক্ষিত'', রাহুলকে খোঁচা মোদীর

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর পদ একটা পরিবারের জন্যই সংরক্ষিত রয়েছে বলে মনে করে কংগ্রেস। বুধবার এভাবেই রাহুল গান্ধীকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। কর্ণাটকের সভায় মোদীর প্রশ্ন, 'নামদার' ও অপরিণত কাউকে কি প্রধানমন্ত্রী পদে মেনে নেবে দেশ? তাঁর কথায়, ''প্রবীণদের পেরিয়ে নিজেকে প্রধানমন্ত্রী পদের দাবিদার ঘোষণা করায় স্পষ্ট ওনার আকাশছোঁয়া দম্ভ।''   

বুধবার রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন, ২০১৯ সালে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রীর পদ নিতে রাজি তিনি। এদিন রাহুলের সেই মন্তব্যকেই হাতিয়ার করে মোদী বলেন, ''যোগ্যতা না থাকলেও কংগ্রেসে নামের জোরে উপরে ওঠা যায়। ২০০৭ সালে তাঁকে দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। তখন বলেছিলেন, যুবকদের এনে দল সাজাবেন। নতুন পরিকল্পনাও করবেন। সেই থেকে ১১ বছর কেটে গিয়েছে যা ছিল তাই আছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর চেয়ারের কথাই উনি ভাবেন। তিনি ভাবেন, ওটা শুধুমাত্র একটা পরিবারের জন্যই সংরক্ষিত। দিবারাত্র ঘুমিয়ে, জেগে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারের কথাই ভেবে চলেছেন উনি।'' '

রাহুলের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, ''৪০ বছর ধরে অপেক্ষা করছেন অনেক নেতা। আর উনি গায়ের জোরে অভিজ্ঞদের পেরিয়ে এগিয়ে আসতে চাইছেন। কীভাবে কেউ নিজেকে প্রধানমন্ত্রীর দাবিদার ঘোষণা করতে পারে? এটা কি আকাশছোঁয়া দম্ভ নয়?''        

আরও পড়ুন- কর্ণাটকের ভোটপ্রচারে গেরুয়া পাগড়িতে আসাউদ্দিন ওয়াইসি

 

.