গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছিলেন কর্ণাটকের রাজ্যপাল, কটাক্ষ রজনীকান্তের
আস্থাভোটের মুখোমুখি না হয়ে ইয়েদুরাপ্পার সরকার গঠনের দাবি থেকে সরে আসাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য করলেন থালাইভার
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে সরকার গঠন নিয়ে মুখ খুললেন সুপারস্টার রজনীকান্ত। তাঁর নিশানায় এবার রাজ্যের রাজ্যপাল বজুভাই বালা।
আস্থাভোটের মুখোমুখি না হয়ে ইয়েদুরাপ্পার সরকার গঠনের দাবি থেকে সরে আসাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য করলেন থালাইভার। রজনীকান্ত বলেন, ‘শনিবার কর্ণাটকে যা হয়েছে তা গণতন্ত্রে জয়। বিজেপি সরকার গঠনের জন্য সময় চেয়েছিল। রাজপালও তা দিতে চেয়েছিলেন। এটা গণতন্ত্রে প্রহসন ছাড়া আর কিছুই নয়। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। শীর্ষ আদালতের রায়ে গণতন্ত্রের মর্যাদা রক্ষা হয়েছে।’
What happened in #Karnataka yesterday was a win for democracy. BJP asking for some more time & Governor giving 15 days time was a mockery of democracy. I would like to thank Supreme Court for its order, which upheld the democracy: Rajinikanth in Chennai. pic.twitter.com/n7TEHIsGtJ
— ANI (@ANI) May 20, 2018
আরও পড়ুন-দান্তেওয়াড়ায় ভয়ঙ্কর আইডি বিস্ফোরণ, নিহত ৬ জওয়ান
রবিবার রজনীকান্ত তাঁর দল রজনী মাক্কাল মাদ্রাম-এর মহিলা অনুগামীদের সঙ্গে এক বৈঠক করেন। ওই বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এদিন তিনি বলেন, কর্ণাটক সরকারের এখন প্রথম কাজ হল কাবেরি জলবণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা।
আরও পড়ুন-কংগ্রেসের অনুরোধে শপথগ্রহণ পিছোলেন কুমারস্বামী
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কি তাঁর দল লড়াই করবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রজনী বলেন, ‘লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর তা ঠিক করা হবে। এখনও দল ঘোষণা হয়নি। তবে যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি রয়েছি।’