লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির ধাক্কা, ১৩ খুদে ছাত্রছাত্রীর মৃত্যু

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির ধাক্কা। মুহূর্তে টুকরো টুকরো হয়ে যায় ১৩ খুদে ছাত্রছাত্রী। গুরুতর আহত অবস্থায় আরও ৬জন ছাত্রছাত্রী স্থানীয় হাসপাতালে ভর্তি।  দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার মেহন্দিপুরে, বারাণসী- এলাহাবাদ রেল বিভাগে, মাধো সিংহ রেল স্টেশনে।  আজ সকালে স্থানীয় টেন্ডার হার্ট স্কুলের ১৯ জন ছাত্রছাত্রীকে নিয়ে স্কুলগাড়িটি লেভেল ক্রসিং পেরোচ্ছিল।

Updated By: Jul 25, 2016, 01:10 PM IST
লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির ধাক্কা, ১৩ খুদে ছাত্রছাত্রীর মৃত্যু

ওয়েব ডেস্ক: প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির ধাক্কা। মুহূর্তে টুকরো টুকরো হয়ে যায় ১৩ খুদে ছাত্রছাত্রী। গুরুতর আহত অবস্থায় আরও ৬জন ছাত্রছাত্রী স্থানীয় হাসপাতালে ভর্তি।  দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার মেহন্দিপুরে, বারাণসী- এলাহাবাদ রেল বিভাগে, মাধো সিংহ রেল স্টেশনে।  আজ সকালে স্থানীয় টেন্ডার হার্ট স্কুলের ১৯ জন ছাত্রছাত্রীকে নিয়ে স্কুলগাড়িটি লেভেল ক্রসিং পেরোচ্ছিল।

আরও পড়ুন-দেশের সব খবর

তখনই মাধো সিং রেল স্টেশনের কাছে মান্দুয়াদি-এলাহাবাদ প্যাসেঞ্জারের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। আহতদের বারাণসীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।  

আরও পড়ুন-গোমাংস রান্না করে খাওয়ার 'অপরাধে' হামলার অভিযোগ

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেন আসছে বলে গ্যাং ম্যান সতর্ক করলেও গাড়ি নিয়ে ভ্যান চালক রেল লাইনে উঠে যায়। তারপরেই এই দুর্ঘটনা ঘটে।

.